Job Preparation in Bangladesh entire blog post is now available in BOOK & E-BOOK form. Please go to the contact us page and order now. !!! Book Price–350tk and E-book Price-100tk !!!

Sports Affairs

খেলাধূলা বিষয়ক
  • প্রথম এশিয়া গেমস্ অনুষ্ঠিত হয়েছিল কোথায় - নয়াদিল্লীতে।
  • বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) কোথায় অবস্থিত - সাভার।
  • ODI তে সর্বনিম্ন রান করে কোন দেশ এবং কত রান করে - কানাডা ৩৬ রান করে শ্রীলংকার বিরুদ্ধে।
  • ক্রিকেটে কয়টি উপায় Out হয় - ১০ টি উপায় Out হয়।
  • Twenty 20 World cup  2010  west Indies এ পাকিস্তানের কোন বলার এক ওভারে ৫ উইকেট নেয় - মোঃ আমির (পাকিস্তারের ফাস্ট বলার)। 
  • বাংলাদেশের গল্ফ চ্যাম্পিয়ন এর নাম কি - সিদ্দিকুর রহমান।
  • বিশ্বকাপ মহিলা ফুটবল চ্যাম্পিয়ন কোন দেশ - জাপান।
  • প্রথম বাংলাদেশী হিসাবে কে টেস্টে ডাবল সেঞ্চুরী করেন - মুশফিকুর রহীম ২০০ রান করেন শ্রীলংকার বিপক্ষে।
  • অষ্টম বাংলাদেশ গেমস এর দ্রুততম মানব ও মানবী কে - মানবঃ মেজবাহ আহমেদ, মানবীঃ নাজমুন্নাহার বিউটি।
  • অষ্টম বাংলাদেশ গেমসের মাসকট প্রাণী কোনটি - কাঠবিড়ালী।
  • বাস্কেট বল খেলার সূচনা হয় কোথায় - যুক্তরাষ্ট্রে।
  • ভলিবল খেলার উৎপত্তি কোথায় - আমেরিকায়।
  • ব্যাডমিন্টন খেলার উৎপত্তি কোথায় - ইংল্যান্ডে।
  • গলফ খেলার উৎপত্তি কোথায় - ইংল্যান্ডে।
  • দাবা খেলার উৎপত্তি হয় কোথায় - ভারতে।
  • ফুটবল খেলার জন্ম কোন দেশে - চীন।
  • কাবাডী খেলার উৎপত্তি কোন দেশে  - জাপান।
  • বাংলাদেশের জাতীয় খেলা কোনটি - কাবাডি।
  • বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা কোনটি - ফুটবল।
  • ক্রিকেট খেলার মাঠ কি ধরনের হয় - ডিম্বাকৃতির।
  • ক্রিকেটের স্টাম্পের উচ্চতা কত - ২৭ ইঞ্চি।
  • ক্রিকেট বলের ওজন কত - ৫ থেকে ৬ আউন্স।
  • হকি খেলার মাঠ কি ধরনের হয় - আয়তক্ষেত্রাকার।
  • বিকেএসপি এর পূর্ন রুপ কি - বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান।
  • বাংলাদেশ ১ম টেস্ট জয় করে কত সালে - ১০ জানুয়ারি ২০০৫।
  • টেস্ট ক্রিকেট শুরু হয় কত সালে - ১৮৭৭ সালে।
  • সর্ব প্রথম টেবিল টেনিস খেলা শুরু হয় কোথায় এবং কত সালে - ১৯২৬ সালে লন্ডনে।
  • একদিনের ক্রিকেট কবে থেকে শুরু হয় - ১৯৭১ সালে।
  • কখন প্রথম বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হয় - ১৯৭৫ সালে।
  • BPL খেলা শুরু হয় কোন সাল থেকে - ২০১১ সালের ০২রা ফেব্রুয়ারী।
  • ODI ক্রিকেট শুরু হয় কত সালে - ১৯৭১ সালের ৫ জানুয়ারি।
  • ODI ক্রিকেট ১ম World Cup হয় কত সালে - ১৯৭৫ সালে।
  • ১ম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় কত সালে - ১৯৩০ সালে, উরুগুয়ে চ্যাম্পিয়ন এবং আর্জেন্টিনা রানার আপ হয়।
  • ২০১০ সালে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়েছে কোথায় - দক্ষিন আফ্রিকায়।
  • ২০১৪ সালে ২০ তম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়েছে কোথায় - ব্রাজিলে।
  • ২০১৫ সালে বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে কোথায় - অস্ট্রেলিয়ায়।
  • ২০১৯ সালে বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে কোথায় - ইংল্যান্ডে।
  • ২০১০ সালে ক্রিকেটে বিশ্বসেরা অলরাউন্ডার কে - সাকিব আল হাসান।
  • বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) কবে প্রতিষ্ঠিত হয় কত সালে - ১৯৮৬ সালের ১৪ এপ্রিল।

No comments:

Post a Comment