Job Preparation in Bangladesh entire blog post is now available in BOOK & E-BOOK form. Please go to the contact us page and order now. !!! Book Price–350tk and E-book Price-100tk !!!

International Affairs

আন্তর্জাতিক বিষয়ক
  • বারাক ওবামা USA এর কত তম প্রেসিডেন্ট - ৪৪ তম প্রেসিডেন্ট।
  • ৯ম সার্ক মহাসচিবের নাম কি - ডঃ শীলকান্ত শর্মা।
  • বর্তমানে জাতিসংঘের সদস্য সংখ্যা কত - ১৯২ টি দেশ, সদর দপ্তর যুক্তরাষ্ট্র।
  • ভারতীয় লোক সভার নির্বাচিত সদস্য কত - ৫৪৩ জন।
  • ইরাকের সংসদে আসন সংখ্যা কতটি - ৩২৫ টি।
  • ইতিহাসে বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত - তুরুস্কে।
  • ব্যবিলনের ঝুলন্ত উদ্যান কোথায় অবস্থিত - ইরাকে।
  • ব্যাবিলনের শূন্য উদ্যান কে গড়ে তুলেছিলেন - নেবুচাদ নেজার।
  • সর্বশেষ ১৫ তম ন্যাম সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায় -মিশরে।
  • বর্তমানে ন্যাম এর সদস্য দেশ কতটি - ১১৮টি দেশ।
  • পৃথিবীর সবচেয়ে উচ্চতম ভবন কোথায় এর নাম কি এর উচ্চতা ও নির্মান ব্যায় কত - দুবাইয়ে, এর নাম- বুর্জ খলিফা, এর উচ্চতা ১৬৯ তলা / ২৬২৮ ফুট/ ৮২৮ মিটার, নির্মান ব্যায় ১.৫ বিলিয়ন মার্কিন ডলার, কাজ শুরু হয়েছে ২০০৪ সালের জানুয়ারি মাসে এবং উদ্বোধন -৪ জানুয়ারি ২০১০।
  • পৃথিবীর বৃহত্তম সৌর বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত - ইতালিতে এটা প্রায় ১২০টি ফুটবল মাঠের সমান।
  • বিশ্বের সবচে ধনী ব্যাক্তি নাম কি - কালোর্স স্লিম হেলু (মেক্সিকান) ইনি প্রায় ৫৩৫০ কোটি ডলারের মালিক।
  • কোন দেশে সবচেয়ে বেশি মোবাইল ও ইন্টারনেট ব্যবহার করা হয় - চীন দেশে।
  • ১৯৩ তম স্বাধীন দেশ কোনটি - দক্ষিন সুদান ।
  • ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত - লিও।
  • কোন দেশে গনতন্ত্রের জন্ম হয়েছিল - গ্রীস।
  • জনসংখ্যায় বিশ্বে বড় দেশ কোনটি - চীন।
  • আয়তনে বিশ্বের বড় দেশ কোনটি- রাশিয়া।
  • কেওক্রাডাং চুড়ার উচ্চতা কত - ১২৩০ মিটার।
  • পৃথিবীর আয়তন কত - ৫১,০০,৬৭,৮৬০ বর্গ কিঃমি।
  • পৃথিবী ও চন্দ্রের দূরত্ব কত - ২,৩৮,৮৫৪.৫ মাইল।
  • পৃথিবীর সর্বোচ্চ মালভূমি কোনটি এর উচ্চতা কত - পামীর মালভূমি উচ্চতাঃ ১৬,০০০ ফুট।
  • পামীর মালভূমিকে কি বলা হয় - পৃথিবীর ছাদ বলা হয়।
  • পৃথিবীতে মহাসাগর কয়টি ও কি কি - ৬ টি যথাঃ ১.প্রশান্ত মহাসাগর, ২.আটলান্টিক মহাসাগর, ৩.ভারত মহাসাগর, ৪.উত্তর মহাসাগর, ৫.এন্টার্কটিকা মহাসাগর, ৬.ভূমধ্য মহাসাগর।
  • প্রথিবীতে মহাদেশ কয়টি ও কি কি - ৭ টি যথাঃ ১.এশিয়া, ২ইউরোপ, ৩.আফ্রিকা, ৪.উত্তর আমেরিকা, ৫.দক্ষিন আমেরিকা,৬.অষ্ট্রেলিয়া, ৭.এন্টার্কটিকা,
  • আয়তনের দিক থেকে এশিয়ার সবচেয়ে ছোট দেশ কোনটি - মালদ্বীপ।
  • পৃথিবীতে ১০০% মুসলমান দেশ কোনটি - মালদ্বীপ, ওমান,  কাতার।
  • হিন্দু প্রধান দেশ কোনটি - ভারত।
  • দক্ষিন এশিয়ার বৃহত্তম রাষ্ট্র কোনটি - ভারত।
  • হিমালয় সর্বোচ্চ শৃঙ্গের নাম কি - মাউন্ট এভারেস্ট।
  • পৃথিবীর বৃহত্তম মাহদেশ কোনটি - এশিয়া মহাদেশ।
  • পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ কোনটি - আফ্রিকা মহাদেশ।
  • জনসংখ্যায় সবচেয়ে ক্ষুদ্রতম দেশ কোনটি - ভ্যাটিকান ৮৯২ জন লোকসংখ্যা ।
  • আয়তনে ১ম ও ২য় বৃহত্তম মহাসাগরের নাম কি - ১মঃ প্রশান্ত মহাসাগর, ২য়ঃ আটলান্টিক মহাসাগর।
  • সুইডেনের মুদ্রার নাম কি - ক্রোন।
  • অস্ত্র রপ্তানীতে শীর্ষ দেশে কোনটি -১মঃ যুক্তরাষ্ট্র, ২য়ঃ রাশিয়া।
  • জাতি সংঘের ১ম মহাসচিব - ট্রিগভেলি।
  • ইসলামী উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর কোথায় - জেদ্দায়।
  • বিশ্বে প্রাকৃতিক গ্যাস উৎপাদনে শীর্ষ দেশ কোনটি - রাশিয়া।
  • অপরিশোধিত তেল আমদানিতে শীর্ষ দেশ কোনটি - মার্কিন যুক্তরাষ্ট্র।
  • মার্কিন প্রেসিডেন্ট ওবামার বার্ষিক বেতন কত - চার লাখ মার্কিন ডলার।
  • ইয়াক ১৩০ কোন দেশের যুদ্ধ বিমান - রাশিয়া।
  • বিশ্বে রেমিট্যান্স প্রবাহে শীর্ষ দেশ কোনটি - ভারত।
  • স্ট্রবেরি উৎপাদনে বিশ্বে শীর্ষ দেশ কোনটি - যুক্তরাষ্ট্র।
  • মানব কম্পিউটার ও মানব ক্যালকুলেটর নামে খ্যাত কে - শকুন্তলা দেবী (ভারত)।
  • মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসনাল গোল্ড মেডেল প্রথম লাভ করেন কে - জর্জ ওয়াশিংটন।
  • এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রধান কার্যালয় কোথায় - ম্যানিলা।
  • হামাস কোন দেশের সংগঠন - ফিলিস্তিন।
  • ব্ল্যাক ক্যাট কোন দেশের কমান্ডো বাহিনী - ভারত।
  • যুদ্ধই জীবন যুদ্ধই সার্বজনীন এটি কার উক্তি - হিটলার।
  • হোয়াইট হাউজ কোন শহরে অবস্থিত - ওয়াশিংটন।
  • পৃথিবীর কোন নদীতে মাছ হয় না - জর্দান।
  • পৃথিবীর দীর্ঘতম পর্বত মালার নাম কি - আন্দিজ পর্বত মালা।
  • পৃথিবীর উচ্চতম পর্বত শ্রেনীর নাম কি - হিমালয়।
  • পৃথিবীর উচ্চতম পর্বত শৃঙ্গের নাম কি - মাউন্ট এভারেষ্ট।
  • পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম কি - সাহারা মরুভূমি।
  • পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনিটি - গ্রীনল্যান্ড সাগর।
  • এশিয়ার বৃহত্তম মরুভূমির নাম কি - গোবি।
  • পৃথিবীর দীর্ঘতম খাল কোনিটি - সুয়েজখাল।
  • পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ বনাঞ্চলের নাম কি - সুন্দরবন।
  • পৃথিবীর বৃহত্তম আগ্নেয় গিরির নাম কি - মাওনালোরা।
  • পৃথিবীর সবচেয়ে দ্রুততম প্রানী কোনটি - চিতা বাঘ।
  • পৃথিবীর সবচেয়ে ধীরতম প্রানী কোনটি - শামুক।
  • পৃথিবীর বৃহত্তম শহর কোনটি - লন্ডন।
  • এশিয়ার বৃহত্তম নদীর নাম কি - ইয়াংসিকিয়াং।
  • পৃথিবীর দীর্ঘতম সেতুর নাম কি - সেসাপেক ব্রীজ।
  • পৃথিবীর বৃহত্তম দ্বীপ দেশ কোনটি - ইন্দোনেশিয়া।
  • নোবেল পুরস্কার প্রথম শুরু হয় কোন সাল থেকে - ১৯০১ সালে।
  • বারাক ওবামা শান্তিতে নোবেল পুরস্কার পান কত সালে - ২০০৯ সালে।
  • কত সালে ন্যাম গঠিত হয় - ১৯৬১ সালের সেপ্টম্বর মাসে।
  • কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কত সালে - ১৮৮৫ সালে।
  • জাতিসংঘ দিবস কত তারিখে - ২৪শে অক্টোবর।
  • কত সালে সার্ক প্রতিষ্ঠিত হয় এবং এর সদর দপ্তর কোথায় - ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর এর সদর দপ্তর নেপাল কাটমুন্ডু।
  • কত সালে OIC প্রতিষ্ঠিত হয় এবং এর সদর দপ্তর কোথায় - ১৯৬৯ সালে ২১শে আগস্ট সদর দপ্তর জেদ্দায়।
  • জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় কত সলে এবং এর সদস্য সংখ্যা কত - ১৯৪৫ সালের ২৪শে অক্টোবর এর স্থায়ী সদস্য সংখ্যা -৫, অস্থায়ী সদস্য সংখ্যা -১০।
  • যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলা করা হয় কত সালে এবং এতে মৃত্যের সংখ্যা কত - ২০০১ সালের ১১ই সেপ্টম্বর এতে প্রায় ৩,০০০ লোক প্রাণ হারায়।
  • ২০০৮ সালে বুশের উপর জুতা নিক্ষেপ করেন কে -মুনতাদার আল যায়েদী, তাকে সিরিয়ায় সর্বোচ্চ সম্মানোনা পদক প্রদান করা হয়।
  • ইরাক কুয়েত দখল করেছিল কত সালে - ১৯৯০ সালে।
  • কত সালে লাদেন মারা যান - ২০১১ সালের ২রা মে রাত ০১:৪০ মিনিটে।
  • কত সালে চাঁদে প্রথম মানুষ আবতরন করেন - ১৯৬৯ সালের ২১শে জুলাই।
  • মিয়ানমারে প্রায় ৫০ বছর পর বেসরকারী প্রত্রিকা যাত্রা শুরু করে কত সালে - ২০১৩ সালের ১লা এপ্রিল।
  • আমেরিকার স্বাধীনতা ঘোষনা করা হয় কোন সালে - ১৭৭৬ সালে।
বিশ্বের বিভিন্ন দেশের ভৌগোলিক নাম
ভৌগোলিক নাম
দেশ
সোনালী আঁশের দেশ কোনটি
বাংলাদেশ
হাজার দ্বীপের দেশ কোনটি
ফিনল্যান্ড
সাদা হাতীর দেশ কোনটি
থাইল্যান্ড
নীবর শহর কোনটি
রোম
মসজিদের শহর কোনটি
ঢাকা
নিষিদ্ধ দেশ কোনটি
তিব্বত
মুক্তার দেশ কোনটি
কিউবা
নিশীথ সূর্যের দেশ কোনটি
নরওয়ে
পিরামিডের দেশ কোনটি
মিসর
সূর্যোদয়ের দেশ কোনটি
জাপান
নীল নদের দান কোনটি
মিসর

বিশ্বের বিভিন্ন দেশের রাজধানী ও মুদ্রার নাম

দেশের নাম
রাজধানী
মুদ্রা
ভারতের রাজধানীর নাম কি
নয়াদিল্লী
রুপী
পাকিস্তানের রাজধানীর নাম কি
ইসলামাবাদ
রুপী
নেপালের রাজধানীর নাম কি
কাঠমুন্ডু
রুপী
ভুটানের রাজধানীর নাম কি
থিম্পু
নগুলট্রাম
মালদ্বীপের রাজধানীর নাম কি
মালে
রুপিয়া
শ্রীলঙ্কার রাজধানীর নাম কি
কলম্বো
রুপী
আফগানিস্তানের রাজধানীর নাম কি 
কাবুল
আফগানি
চীনের রাজধানীর নাম কি
বেইজিং
ইউয়ান
ইতালির রাজধানীর নাম কি
রোম
লিরা
রাশিয়ার রাজধানীর নাম কি
মস্কো
রুবল
জাপানের রাজধানীর নাম কি
টোকিও
ইয়েন
সিরিয়ার রাজধানীর নাম কি
দামেস্ক
পাউন্ড
সৌদি আরবের রাজধানীর নাম কি
রিয়াদ
রিয়াল
উত্তর কোরিয়ার রাজধানীর নাম কি
পিয়ংইয়ং
উরন
ইরাকের রাজধানীর নাম কি
বাগদাদ
দিনার

বিশ্বের বিভিন্ন দেশের নতুন নাম

পুরাতন নাম
নতুন নাম
ত্রিপোলা
লিবিয়া
নিষ্পন
জাপান
পারস্য
ইরান
পূর্ব পাকিস্তান
বাংলাদেশে
বার্মা
মায়ানমার
মালয়
মালেয়েশিয়া
শ্যাম
থাইল্যান্ড
সিংহল
শ্রীলংকা



Job Preparation In Bangladesh

1 comment:

  1. সরকারী বেসরকারী সকল চাকরীর জন্য ভিজিট করুন দুনিয়ার সবচেয়ে বড়জবসবাজার

    ReplyDelete