আন্তর্জাতিক বিষয়ক
- বারাক ওবামা USA এর কত তম প্রেসিডেন্ট - ৪৪ তম প্রেসিডেন্ট।
- ৯ম সার্ক মহাসচিবের নাম কি - ডঃ শীলকান্ত শর্মা।
- বর্তমানে জাতিসংঘের সদস্য সংখ্যা কত - ১৯২ টি দেশ, সদর দপ্তর যুক্তরাষ্ট্র।
- ভারতীয় লোক সভার নির্বাচিত সদস্য কত - ৫৪৩ জন।
- ইরাকের সংসদে আসন সংখ্যা কতটি - ৩২৫ টি।
- ইতিহাসে বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত - তুরুস্কে।
- ব্যবিলনের ঝুলন্ত উদ্যান কোথায় অবস্থিত - ইরাকে।
- ব্যাবিলনের শূন্য উদ্যান কে গড়ে তুলেছিলেন - নেবুচাদ নেজার।
- সর্বশেষ ১৫ তম ন্যাম সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায় -মিশরে।
- বর্তমানে ন্যাম এর সদস্য দেশ কতটি - ১১৮টি দেশ।
- পৃথিবীর সবচেয়ে উচ্চতম ভবন কোথায় এর নাম কি এর উচ্চতা ও নির্মান ব্যায় কত - দুবাইয়ে, এর নাম- বুর্জ খলিফা, এর উচ্চতা ১৬৯ তলা / ২৬২৮ ফুট/ ৮২৮ মিটার, নির্মান ব্যায় ১.৫ বিলিয়ন মার্কিন ডলার, কাজ শুরু হয়েছে ২০০৪ সালের জানুয়ারি মাসে এবং উদ্বোধন -৪ জানুয়ারি ২০১০।
- পৃথিবীর বৃহত্তম সৌর বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত - ইতালিতে এটা প্রায় ১২০টি ফুটবল মাঠের সমান।
- বিশ্বের সবচে ধনী ব্যাক্তি নাম কি - কালোর্স স্লিম হেলু (মেক্সিকান) ইনি প্রায় ৫৩৫০ কোটি ডলারের মালিক।
- কোন দেশে সবচেয়ে বেশি মোবাইল ও ইন্টারনেট ব্যবহার করা হয় - চীন দেশে।
- ১৯৩ তম স্বাধীন দেশ কোনটি - দক্ষিন সুদান ।
- ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত - লিও।
- কোন দেশে গনতন্ত্রের জন্ম হয়েছিল - গ্রীস।
- জনসংখ্যায় বিশ্বে বড় দেশ কোনটি - চীন।
- আয়তনে বিশ্বের বড় দেশ কোনটি- রাশিয়া।
- কেওক্রাডাং চুড়ার উচ্চতা কত - ১২৩০ মিটার।
- পৃথিবীর আয়তন কত - ৫১,০০,৬৭,৮৬০ বর্গ কিঃমি।
- পৃথিবী ও চন্দ্রের দূরত্ব কত - ২,৩৮,৮৫৪.৫ মাইল।
- পৃথিবীর সর্বোচ্চ মালভূমি কোনটি এর উচ্চতা কত - পামীর মালভূমি উচ্চতাঃ ১৬,০০০ ফুট।
- পামীর মালভূমিকে কি বলা হয় - পৃথিবীর ছাদ বলা হয়।
- পৃথিবীতে মহাসাগর কয়টি ও কি কি - ৬ টি যথাঃ ১.প্রশান্ত মহাসাগর, ২.আটলান্টিক মহাসাগর, ৩.ভারত মহাসাগর, ৪.উত্তর মহাসাগর, ৫.এন্টার্কটিকা মহাসাগর, ৬.ভূমধ্য মহাসাগর।
- প্রথিবীতে মহাদেশ কয়টি ও কি কি - ৭ টি যথাঃ ১.এশিয়া, ২ইউরোপ, ৩.আফ্রিকা, ৪.উত্তর আমেরিকা, ৫.দক্ষিন আমেরিকা,৬.অষ্ট্রেলিয়া, ৭.এন্টার্কটিকা,
- আয়তনের দিক থেকে এশিয়ার সবচেয়ে ছোট দেশ কোনটি - মালদ্বীপ।
- পৃথিবীতে ১০০% মুসলমান দেশ কোনটি - মালদ্বীপ, ওমান, কাতার।
- হিন্দু প্রধান দেশ কোনটি - ভারত।
- দক্ষিন এশিয়ার বৃহত্তম রাষ্ট্র কোনটি - ভারত।
- হিমালয় সর্বোচ্চ শৃঙ্গের নাম কি - মাউন্ট এভারেস্ট।
- পৃথিবীর বৃহত্তম মাহদেশ কোনটি - এশিয়া মহাদেশ।
- পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ কোনটি - আফ্রিকা মহাদেশ।
- জনসংখ্যায় সবচেয়ে ক্ষুদ্রতম দেশ কোনটি - ভ্যাটিকান ৮৯২ জন লোকসংখ্যা ।
- আয়তনে ১ম ও ২য় বৃহত্তম মহাসাগরের নাম কি - ১মঃ প্রশান্ত মহাসাগর, ২য়ঃ আটলান্টিক মহাসাগর।
- সুইডেনের মুদ্রার নাম কি - ক্রোন।
- অস্ত্র রপ্তানীতে শীর্ষ দেশে কোনটি -১মঃ যুক্তরাষ্ট্র, ২য়ঃ রাশিয়া।
- জাতি সংঘের ১ম মহাসচিব - ট্রিগভেলি।
- ইসলামী উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর কোথায় - জেদ্দায়।
- বিশ্বে প্রাকৃতিক গ্যাস উৎপাদনে শীর্ষ দেশ কোনটি - রাশিয়া।
- অপরিশোধিত তেল আমদানিতে শীর্ষ দেশ কোনটি - মার্কিন যুক্তরাষ্ট্র।
- মার্কিন প্রেসিডেন্ট ওবামার বার্ষিক বেতন কত - চার লাখ মার্কিন ডলার।
- ইয়াক ১৩০ কোন দেশের যুদ্ধ বিমান - রাশিয়া।
- বিশ্বে রেমিট্যান্স প্রবাহে শীর্ষ দেশ কোনটি - ভারত।
- স্ট্রবেরি উৎপাদনে বিশ্বে শীর্ষ দেশ কোনটি - যুক্তরাষ্ট্র।
- মানব কম্পিউটার ও মানব ক্যালকুলেটর নামে খ্যাত কে - শকুন্তলা দেবী (ভারত)।
- মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসনাল গোল্ড মেডেল প্রথম লাভ করেন কে - জর্জ ওয়াশিংটন।
- এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রধান কার্যালয় কোথায় - ম্যানিলা।
- হামাস কোন দেশের সংগঠন - ফিলিস্তিন।
- ব্ল্যাক ক্যাট কোন দেশের কমান্ডো বাহিনী - ভারত।
- যুদ্ধই জীবন যুদ্ধই সার্বজনীন এটি কার উক্তি - হিটলার।
- হোয়াইট হাউজ কোন শহরে অবস্থিত - ওয়াশিংটন।
- পৃথিবীর কোন নদীতে মাছ হয় না - জর্দান।
- পৃথিবীর দীর্ঘতম পর্বত মালার নাম কি - আন্দিজ পর্বত মালা।
- পৃথিবীর উচ্চতম পর্বত শ্রেনীর নাম কি - হিমালয়।
- পৃথিবীর উচ্চতম পর্বত শৃঙ্গের নাম কি - মাউন্ট এভারেষ্ট।
- পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম কি - সাহারা মরুভূমি।
- পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনিটি - গ্রীনল্যান্ড সাগর।
- এশিয়ার বৃহত্তম মরুভূমির নাম কি - গোবি।
- পৃথিবীর দীর্ঘতম খাল কোনিটি - সুয়েজখাল।
- পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ বনাঞ্চলের নাম কি - সুন্দরবন।
- পৃথিবীর বৃহত্তম আগ্নেয় গিরির নাম কি - মাওনালোরা।
- পৃথিবীর সবচেয়ে দ্রুততম প্রানী কোনটি - চিতা বাঘ।
- পৃথিবীর সবচেয়ে ধীরতম প্রানী কোনটি - শামুক।
- পৃথিবীর বৃহত্তম শহর কোনটি - লন্ডন।
- এশিয়ার বৃহত্তম নদীর নাম কি - ইয়াংসিকিয়াং।
- পৃথিবীর দীর্ঘতম সেতুর নাম কি - সেসাপেক ব্রীজ।
- পৃথিবীর বৃহত্তম দ্বীপ দেশ কোনটি - ইন্দোনেশিয়া।
- নোবেল পুরস্কার প্রথম শুরু হয় কোন সাল থেকে - ১৯০১ সালে।
- বারাক ওবামা শান্তিতে নোবেল পুরস্কার পান কত সালে - ২০০৯ সালে।
- কত সালে ন্যাম গঠিত হয় - ১৯৬১ সালের সেপ্টম্বর মাসে।
- কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কত সালে - ১৮৮৫ সালে।
- জাতিসংঘ দিবস কত তারিখে - ২৪শে অক্টোবর।
- কত সালে সার্ক প্রতিষ্ঠিত হয় এবং এর সদর দপ্তর কোথায় - ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর এর সদর দপ্তর নেপাল কাটমুন্ডু।
- কত সালে OIC প্রতিষ্ঠিত হয় এবং এর সদর দপ্তর কোথায় - ১৯৬৯ সালে ২১শে আগস্ট সদর দপ্তর জেদ্দায়।
- জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় কত সলে এবং এর সদস্য সংখ্যা কত - ১৯৪৫ সালের ২৪শে অক্টোবর এর স্থায়ী সদস্য সংখ্যা -৫, অস্থায়ী সদস্য সংখ্যা -১০।
- যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলা করা হয় কত সালে এবং এতে মৃত্যের সংখ্যা কত - ২০০১ সালের ১১ই সেপ্টম্বর এতে প্রায় ৩,০০০ লোক প্রাণ হারায়।
- ২০০৮ সালে বুশের উপর জুতা নিক্ষেপ করেন কে -মুনতাদার আল যায়েদী, তাকে সিরিয়ায় সর্বোচ্চ সম্মানোনা পদক প্রদান করা হয়।
- ইরাক কুয়েত দখল করেছিল কত সালে - ১৯৯০ সালে।
- কত সালে লাদেন মারা যান - ২০১১ সালের ২রা মে রাত ০১:৪০ মিনিটে।
- কত সালে চাঁদে প্রথম মানুষ আবতরন করেন - ১৯৬৯ সালের ২১শে জুলাই।
- মিয়ানমারে প্রায় ৫০ বছর পর বেসরকারী প্রত্রিকা যাত্রা শুরু করে কত সালে - ২০১৩ সালের ১লা এপ্রিল।
- আমেরিকার স্বাধীনতা ঘোষনা করা হয় কোন সালে - ১৭৭৬ সালে।
বিশ্বের বিভিন্ন দেশের ভৌগোলিক নাম
ভৌগোলিক নাম
|
দেশ
|
সোনালী আঁশের দেশ কোনটি
|
বাংলাদেশ
|
হাজার দ্বীপের দেশ কোনটি
|
ফিনল্যান্ড
|
সাদা হাতীর দেশ কোনটি
|
থাইল্যান্ড
|
নীবর শহর কোনটি
|
রোম
|
মসজিদের শহর কোনটি
|
ঢাকা
|
নিষিদ্ধ দেশ কোনটি
|
তিব্বত
|
মুক্তার দেশ কোনটি
|
কিউবা
|
নিশীথ সূর্যের দেশ কোনটি
|
নরওয়ে
|
পিরামিডের দেশ কোনটি
|
মিসর
|
সূর্যোদয়ের দেশ কোনটি
|
জাপান
|
নীল নদের দান কোনটি
|
মিসর
|
বিশ্বের বিভিন্ন দেশের রাজধানী ও মুদ্রার নাম
দেশের নাম
|
রাজধানী
|
মুদ্রা
|
ভারতের রাজধানীর নাম কি
|
নয়াদিল্লী
|
রুপী
|
পাকিস্তানের রাজধানীর নাম কি
|
ইসলামাবাদ
|
রুপী
|
নেপালের রাজধানীর নাম কি
|
কাঠমুন্ডু
|
রুপী
|
ভুটানের রাজধানীর নাম কি
|
থিম্পু
|
নগুলট্রাম
|
মালদ্বীপের রাজধানীর নাম কি
|
মালে
|
রুপিয়া
|
শ্রীলঙ্কার রাজধানীর নাম কি
|
কলম্বো
|
রুপী
|
আফগানিস্তানের রাজধানীর নাম কি
|
কাবুল
|
আফগানি
|
চীনের রাজধানীর নাম কি
|
বেইজিং
|
ইউয়ান
|
ইতালির রাজধানীর নাম কি
|
রোম
|
লিরা
|
রাশিয়ার রাজধানীর নাম কি
|
মস্কো
|
রুবল
|
জাপানের রাজধানীর নাম কি
|
টোকিও
|
ইয়েন
|
সিরিয়ার রাজধানীর নাম কি
|
দামেস্ক
|
পাউন্ড
|
সৌদি আরবের রাজধানীর নাম কি
|
রিয়াদ
|
রিয়াল
|
উত্তর কোরিয়ার রাজধানীর নাম কি
|
পিয়ংইয়ং
|
উরন
|
ইরাকের রাজধানীর নাম কি
|
বাগদাদ
|
দিনার
|
বিশ্বের বিভিন্ন দেশের নতুন নাম
পুরাতন নাম
|
নতুন নাম
|
ত্রিপোলা
|
লিবিয়া
|
নিষ্পন
|
জাপান
|
পারস্য
|
ইরান
|
পূর্ব পাকিস্তান
|
বাংলাদেশে
|
বার্মা
|
মায়ানমার
|
মালয়
|
মালেয়েশিয়া
|
শ্যাম
|
থাইল্যান্ড
|
সিংহল
|
শ্রীলংকা
|
সরকারী বেসরকারী সকল চাকরীর জন্য ভিজিট করুন দুনিয়ার সবচেয়ে বড়জবসবাজার
ReplyDelete