কম্পিউটার বিষয়ক
- আধুনিক কম্পিউটারের জনক কে - চার্লস ব্যাবেজ।
- সুপার কম্পিউটারের উদ্ভাবক হচ্ছে কে - সেয়মোরক্রে।
- বিশ্বের প্রথম কম্পিউটারের নাম কি - এনিয়েক।
- বিশ্বের সর্ব প্রথম ইলেকট্রিক কম্পিউটারের নাম কি - ABC এবং Uni-vac।
- বিশ্বের প্রথম পেটাফ্লপ গতির সুপার কম্পিউটারের নাম কি - রোডরানার।
- বিশ্বের দ্রুতগতি সম্পর্ন কম্পিউটারের নাম কি - এ এস সি আই হোয়াইট।
- ROM কাকে বলে - কম্পিউটারের স্থায়ী স্মৃতিকে ROM (Read Only Memory) বলে।
- RAM কাকে বলে - কম্পিউটারের কর্ম এলাকাকে RAM (Random Access Memory) বলে ।
- কম্পিউটারের মাদার বোর্ড কি - কম্পিউটারের CPU,RAM,ROM প্রভৃতি যন্ত্রাংশ স্থাপনের জন্য যে বোর্ড ব্যবহার করা হয় তাকে কম্পিউটারের মাদার বোর্ড বলে।
- কম্পিউটারের CPU তে কয়টি অংশ থাকে - ৩টি অংশ থাকে - ১. নিয়ন্ত্রন অংশ, ২.গানিতিক অংশ, ৩. প্রধান মেমোরি।
- মাইক্রো কম্পিউটার কত প্রকার ও কি কি - ৩ প্রকার যথাঃ 1.Desktop, 2.Laptop, 3.Notebook
- কি-বোর্ডে সাধারনত কতটি বাটন থাকে – ১০৫ থেকে ১১৫ টি বাটন থাকে।
- মাইক্রোপ্রসেসর কি - মাইক্রোপ্রসেসর হলো কম্পিউটারের যাবতীয় কার্যাবলী নিয়ন্তন কারী যন্ত্র যাকে কম্পিউটারের মস্তিস্ক বলা হয়।
- হার্ডওয়্যার কাকে বলে - কম্পিউটারের বিভিন্ন যান্ত্রিক অংশকে হার্ডওয়্যার বলে।
- সর্ফটওয়্যার কাকে বলে - কম্পিউটারে ব্যবহিত প্রোগ্রাম সমুহকে সর্ফটওয়্যার বলে।
- কম্পিউটারের ভাষা কি - গানিতিক ও বৈদ্যুতিক।
- কম্পিউটারে ব্যবহিত ২টি অংক কি কি - ০ এবং ১।
- ৮ থেকে ৬৪ টি Bit মিলে কি হয় - একটি Byte হয়।
- Bit কাকে বলে - কম্পিউটারের প্রতিটি স্পন্দন হচ্ছে Bit.
- Windows ৯৫/৯৮ কি - একটি অপারেটিং সিস্টেম।
- পার্সনাল কম্পিউটার বা পি সি বলা হয় কোন কম্পিউটার কে - মাইক্রো কম্পিউটারকে।
- হোম কম্পিউটার কাকে বলে - যে কম্পিউটার গুলো শুধুমাএ বিনদনের ও বাচ্চাদের লেখাপড়ার জন্য ব্যবহার করা হয় তাকে হোম কম্পিউটার বলে।
- ১৯৭১ সালে Intel Company প্রথম 4004 নামে একটি CPU আবিস্কার করেন।
- কত সালে Key Board এ ১ম বাংলা ফ্রন্ট ব্যবহিত হয় - ১৯৮৭ সালে ।
- বাংলাদেশে সর্বপ্রথম Internet ব্যবহিত হয় কত সালে - ১৯৯৬ সালে ।
- ১ম ল্যাপটপ কম্পিউটার আবিস্কার হয় কত সালে এবং কোন কম্পনী আবিস্কার করে - ১৯৮১ সালে এপসন কম্পানী এটি প্রথম আবিস্কার করে।
- মোবাইল ফোন আবিস্কার হয় কত সালে - ১৯৭৩ সালের ০৩ এপ্রিল।
No comments:
Post a Comment