Job Preparation in Bangladesh entire blog post is now available in BOOK & E-BOOK form. Please go to the contact us page and order now. !!! Book Price–350tk and E-book Price-100tk !!!

General Knowledge

বাংলাদেশ বিষয়ক
  • আয়তনের দিক দিয়ে বাংলাদেশ বিশ্বের কত তম দেশ - ৯৪ তম দেশ।
  • ঢাকাকে বিশ্বের কত তম মেগা সিটি ধরা হয় - ১১ তম।
  • বাংলাদেশের প্রথম প্রধান মন্ত্রি কে - তাজউদ্দীন আহমদ।
  • বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে - শেখ মুজিবুর রহমান।
  • বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রির নাম কি - ক্যাপ্টেন মনসুর আলী।
  • বাংলাদেশের প্রথম মহিলা প্রধান মন্ত্রি - বেগম খালেদা জিয়া।
  • বাংলাদেশের প্রথম মহিলা রাষ্ট্রদূত কে - তাহমিনা হক ডলি।
  • বাংলাদেশের প্রথম মহিলা সিটি মেয়র কে -সেলিনা হায়াত আইভি (নারায়নগঞ্জ সিটি করপোরেশন)।
  • বাংলাদেশের প্রথম মহিলা বিচার পতির নাম কি - নাজমুন আরা সুলতানা।
  • বাংলাদেশের প্রথম নারী স্পিকারের নাম কি - ড. শিরিন শারমিন চৌধুরী।
  • বাংলাদেশে প্রথম মহিলা সচিবের নাম কি - জাকিয়া সুলতানা।
  • বাংলাদেশে ১ম এভারেষ্ট জয় করেন কে - মূসা ইব্রাহিম।
  • পৃথিবীর প্রথম নারী কে - বিবি হাওয়া।
  • বাংলাদেশের ১৩ তম প্রধান মন্ত্রি কে ছিলেন - শেখ হাসিনা।
  • বাংলাদেশের ১৯ তম রাষ্ট্রপতি কে ছিলেন - মোঃ জিল্লুর রহমান।
  • বাংলাদেশের ২০তম রাষ্ট্রপতি কে – এড. আব্দুল হামিদ।
  • প্রধান বিচার পতি কে নিয়োগ করেন - রাষ্ট্রপতি।
  • বর্তমানে রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে - স্কিাকার।
  • কার কর্তৃত্বের উপর আদালতের কোন এখতিয়ার নেই - রাষ্ট্রপতি।
  • সরকারী মোট আয়ের ৮০% আসে কোথা থেকে - আয় কর রাজস্ব থেকে।
  • করমুক্ত বয়স কত - ৬৫ বছর।
  • কর ব্যবস্থাপনায় নিয়োজিত প্রতিষ্ঠানের নাম কি - জাতীয় রাজস্ব বোর্ড।
  • Vat (ভ্যাট) কি - Vat হলো মূল উৎপাদিত দ্রব্যের উপর কর।
  • NBR কোন মন্ত্রনালয়ের অধিনে কাজ করে -অর্থমন্ত্রনালয়ের অধিনে।
  • দেশের সবচে বেশি আয় কর আসে কোথায় থেকে - মুল্য সংযোজন কর থেকে।
  • বিশ্বের রেমিট্যান্স প্রবাহে বাংলাদেশের আবস্থান কত - ৭ম।
  • কালো টাকা কাকে বলে - আয়কর বিবরনীতে যে টাকা প্রদর্শন করা হয় না তাকে কালো টাকা বলে।
  • বাংলাদেশের সুন্দর বনের আয়তন কত - ৫৫৭৫ বর্গ কিলোমিটার।
  • কক্সবাজার সমুদ্র সৈকতের দৈঘ্য কত কিঃমি - ১৫৫ কিলোমিটার।
  • কুয়াকাটা সমুদ্র সৈকতের দৈঘ্য কত - ১৮ কিঃমি।
  • বাংলাদেশের জাতীয় প্রতীক কি - দুইপাশে ধানের শীস দ্বারা বেষ্টিত মাঝ খানে পানিতে ভাসমান শাপলা ফুলের শীর্ষ চুরায় পরস্পর সংযুক্ত দুইটি পাতা এবং এর উভয় পাশে দুইটি করে মোট চারটি তারকা বেষ্টিত প্রতীক।
  • জাতীয় স্মৃতি সৌধের স্থাপতি কে - মইনূল হোসেন।
  • জাতীয় স্মৃতি সৌধের উচ্চতা কত - ৪৬.৫ মিটার / ১৫০ ফুট।
  • জাতীয় স্মৃতি সৌধের কয়টি ফলক আছে - ৭ টি।
  • জাতীয় স্মৃতি সৌধের ভিত্তি প্রস্তর স্থাপন করেন কে - শেখ মুজিবুর রহমান।
  • কেন্দ্রীয় শহীদ মিনারের স্থাপতি কে - হামিদুর রহমান।
  • বাংলাদেশের মানচিত্রের রুপকার কে - কামরুল হাসান।
  • বাংলাদেশের জাতীয় পতাকার রুপকার কে - কামরুল হাসান।
  • বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থাপতি কে – মিঃ লুই আই ক্যান(যুক্তরাষ্ট্র)।
  • বাংলাদেশের জাতীয় সংসদ ভবন উদ্বোধন করেন কে - আব্দুল সাত্তার।
  • বাংলাদেশের জাতীয় পোষাক কি - পুরুষদের জন্যঃ প্রিন্স কোর্ট ও পায়জামা আর মহিলাদের জন্য শাড়ী।
  • বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের প্রতিক কি - শাপলা ফুল।
  • আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে গানটির রচিতা কে - আব্দুল গাফফার চৌধুরী।
  • আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে গানটির গীতিকার কে - আলতাফ মাহমুদ।
  • বাংলাদেশের জাতীয় দিবস কবে - ২৬ শে মার্চ।
  • বাংলাদেশে জাতীয় উৎসবের নাম কি - বাংলা নববর্ষ।
  • বাংলাদেশের জাতীয় কবি কে - কাজী নজরুল ইসলাম।
  • বাংলাদেশের সংবিধানিক নাম কি - গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।
  • বাংলাদেশের জাতীয় বৃক্ষ কোনটি - আমগাছ।
  • বাংলাদেশের জাতীয় বোনের নাম কি - সুন্দরবন।
  • বাংলাদেশের জাতীয় মসজিদের নাম কি - বায়তুল মোকাররম।
  • বাংলাদেশের জাতীয় উদ্যানের নাম কি - সোহ্.রাওয়ার্দী|
  • বাংলাদেশের জাতীয় গ্রন্থাগারের নাম কি - ঢাকা গ্রন্থাগার (গুলিস্তান)।
  • বাংলাদেশের জাতীয় যাদুঘরের নাম কি - ঢাকা জাতীয় যাদুঘর (শাহবাগ)।
  • বাংলাদেশের কালো রাত দিবস কবে - ২৫শে মার্চ ।
  • সার্কভুক্ত দেশ কয়টি ও কি কি - ৮ টি যথাঃ ১.বাংলাদেশ, ২.ভারত, ৩.পাকিস্তান, ৪.নেপাল, ৫.ভুটান, ৬.শ্রীলঙ্কা, ৭.মালদ্বীপ, ৮.আফগানিস্তান।
  • সার্কের প্রতিপাদ্য বিযয় কি - সবুজ ও সুখী দক্ষিন এশিয়ার পথে।
  • ঢাকা কোন নদীর তীরে অবস্থিত - বুড়িগঙ্গা।
  • নারায়নগঞ্জ কোন নদীর তীরে অবস্থিত - শীতলক্ষা।
  • পাবনা কোন নদীর তীরে অবস্থিত - ইছামতি।
  • কুমিল্লা কোন নদীর তীরে অবস্থিত - গোমতি।
  • কোন নদী যমুনা নদীর শাখা নদী - ধলেশ্বরী।
  • বাংলাদেশের দীর্ঘ তম নদী কোনটি - সুরমা।
  • বাংলাদেশের দীর্ঘ তম নদ কোনটি - ব্রক্ষ্মপুত্র।
  • সুরমা নদীর দৈঘ্য কত কিঃমি - ৩৯৯ কিঃমি।
  • বাংলাদেশে দ্বিতীয় দীর্ঘতম বৃহত্তম নদী – পদ্না।
  • পদ্না নদীর উৎপত্তি হয়েছে কোথা থেকে - হিমালয় পর্বত থেকে।
  • পদ্নার ভারতীয় অংশের নাম কি - গঙ্গা।
  • বাংলাদেশের কোন দুইটি নদীকে নদ বলা হয় - ১.ব্রক্ষ্মপুত্র, ২.কপোতাক্ষ।
  • মহানন্দা কোন নদীর উপনদী – পদ্না।
  • যমুনা নদী কোথায় পতিত হয়েছে – পদ্না।
  • কর্ণফুলী নদীর উৎস ভারতের কোন রাজ্যে - মিজোরাম রাজ্যে।
  • মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত - করতোয়া।
  • বাংলাদেশের গভীরতম নদী কোনটি - মেঘনা।
  • বাংলাদেশের সবচে ছোট জেলা কোনটি- মেহেরপুর।
  • বাংলাদেশের সবচে বড় জেলা কোনটি- রাঙ্গামাটি।
  • বাংলাদেশের সবচে ছোট বিভাগে কোনটি - সিলেট।
  • বাংলাদেশের সবচে বড় বিভাগ কোনটি - রাজশাহী।
  • বাংলাদেশ ও মায়ানমার বিভক্তি নদী কোনটি - নাফ নদী।
  • নাফ নদীর দৈঘ্য কত - ৫৬ কিঃকি।
  • বাংলাদেশে সমুদ্র বন্দর কয়টি - ২টি।
  • বাংলাদেশে বর্তমানে মোট কতটি স্থল বন্দর আছে - ১৮ টি।
  • বাংলাদেশে প্রস্তাবিত তৃতীয় সমুদ্র বন্দরটি কোথায় স্থাপন করা হবে-নোয়াখালীতে।
  • শাখা প্রশাখা ও উপনদী সহ বাংলাদেশে নদ নদীর সংখ্যা কত - ২৩০ টি।
  • লালবাগ কেল্লা ঢাকার কোন দিকে অবস্থিত -ঢাকার দক্ষিনে বুড়িগঙ্গা নদীর তীরে।
  • রাজশাহী ও পাবনা জেলার মধ্যবর্তী জলাশয়ের নাম কি - চলন বিল।
  • পানামা খাল কোন কোন মহাসাগরে যুক্ত হয়েছে - আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর।
  • বাংলাদেশ জাতিসংঘের কত তম সদস্য পদ লাভ করেন -১৩৬ তম মোট সদস্য ১৯২।
  • বাংলাদেশে একমাত্র পাহাড় বিশিষ্ঠ্য দ্বীপ কোথায়- মহেশখালী।
  • দেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম কি - পিপীলিকা।
  • বর্তমানে মহিলা সংসদ সদস্য কত জন - ৭০ জন।
  • বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় কোন দেশ - ভারত।
  • বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদান মুসলিম দেশ - ইরাক।
  • বাংলাদেশের মুক্তি যোদ্ধা যাদুকর কোথায় - সেগুন বাগিচা।
  • বাংলাদেশের জাতীয় সংগিত প্রথম প্রকাশিত হয় কোন প্রত্রিকায় - বঙ্গদর্শন প্রত্রিকায়।
  • বাংলাদেশের রণ সংগিত রচনা করেন কে - বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম।
  • প্রথম বাংলাদেশের পতাকা কেমন ছিল - সবুজের মধ্যে লাল তার মধ্যে সোনালী রংঙ্গের বাংলাদেশী মানচিত্র।
  • বর্তমান বাঙালি জাতির পরিচয় কি - সংকর জাতি হিসাবে।
  • বাংলাদেশের জাতীয় পতাকার মাপ কেমন - দৈঘ্য ও প্রস্থের অনুপাত ১০:৬ মাঝে লাল বৃত্তটির ব্যাসার্ধ পতাকার দৈঘ্যের ৫ ভাগের এক ভাগ।
  • মহাস্থানগড় কোথায় অবস্থিত - বগুড়া জেলায় করতোয়া নদীর তীরে অবস্থিত।
  • বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানী কোনটি - মুজিবনগর (মেহেরপুর)।
  • বর্তমান ঢাকার পূর্ব নাম কি ছিল - জাহাঙ্গীর নগর।
  • জাতীয় সংসদ ভবন নির্মান ব্যায় কত - ১২৯ কোটি টাকা।
  • বাংলাদেশের সর্ব উত্তরের শহর কোনটি - তেঁতুলিয়া।
  • বাংলাদেশের সর্ব দক্ষিনের শহর কোনটি - টেকনাফ।
  • বাংলাদেশের সর্ব দক্ষিনের দ্বীপ কোনটি - সেন্টমার্টিন।
  • বাংলাদেশে আয়তনে কোন বিভাগ বড় ও কোন বিভাগ ছোট - বড়ঃ রাজশাহী, ছোটঃ সিলেট।
  • বাংলাদেশে লোক সংখ্যায় কোন বিভাগ বড় ও কোন বিভাগ ছোট - বড়ঃ ঢাকা বিভাগ, ছোটঃ সিলেট বিভাগ।
  • বাংলাদেশের আবহাওয়া কেমন - সমভাবাপন্ন।
  • সুন্দর বনের প্রধান বৃক্ষ কোনাট - সুন্দরী।
  • বাংলাদেশে প্রায় কতটি উপজাতি রয়েছে - প্রায় ৩১ টি।
  • চাকমারা কোন ধর্মাবলম্বী হয় - বৌদ্ধ।
  • বাংলাদেশে গ্রামের সংখ্যা কত - ৮৫,৬৫০ টি।
  • বাংলাদেশে সর্বোচ্চ বিচার বিভাগ কোনটি - সুপ্রীম কোর্ট।
  • বাংলাদেশে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোথায় - শ্রীমঙ্গলে।
  • বাংলাদেশের দ্বিতীয় অর্থকারী ফসল কোনটি - চা।
  • পৃথিবীর কোন অঞ্চল থেকে বাংলাদেশে অতিথি পাখি আসে - সুদুর সাবেরিয়া।
  • White Gold কি - বাংলাদেশের চিংড়ি সম্পদ।
  • বাংলাদেশে অস্ত্র নির্মান কারখানা কোথায় - গাজীপুরে।
  • বাংলাদেশের সরকারী ব্যাংক কতটি - ৬ টি।
  • বাংলাদেশে প্রচলিত কোন নোটটি ব্যাংক নোট নয়-এক টাকা ও দুই টাকার নোট।
  • বাংলাদেশে আন্তর্জাতিক বিমান বন্দর কয়টি ও কি কি - ৩ টি যথাঃ  ১. শাহ্জালাল আন্তর্জাতিক বিমান বন্দর, ঢাকা।                ২. ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর, সিলেট।                  ৩. চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর, চট্টগ্রাম।
  • বাংলাদেশের প্রথম ফ্লাইওভার কোনটি - ঢাকা মহাখালি।
  • বাংলাদেশের প্রথম ছায়াছবি কোনটি - মুখ ও মুখোশ।
  • বাংলাদেশের বৃহত্তম শহর কোনটি - ঢাকা।
  • বাংলাদেশের বৃহত্তম বিল কোনটি - চলন বিল।
  • বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি - ভোলা।
  • বাংলাদেশের বৃহত্তম বাঁধ কোনটি - কাপ্তাই বাঁধ।
  • বাংলাদেশের বৃহত্তম বনভূমি কোনটি - সুন্দরবন।
  • বাংলাদেশের বৃহত্তম হাওর কোনটি - হাকালুকি (সিলেট)।
  • বাংলাদেশের বৃহত্তম সমুদ্র সৈকত কোনটি - কক্সবাজার।
  • বাংলাদেশের বৃহত্তম সমুদ্র বন্দর কোনটি - চট্টগ্রাম।
  • বাংলাদেশের বৃহত্তম নদী বন্দর কোনটি - নারায়নগঞ্জ।
  • বাংলাদেশের বৃহত্তম পার্ক কোনটি - রমনা পার্ক।
  • বাংলাদেশের বৃহত্তম উদ্যান কোনটি - সোহ্.রাওয়ার্দী উদ্যান।
  • বাংলাদেশের বৃহত্তম সরক সেতু কোনটি - যমুনা সেতু।
  • বাংলাদেশের বৃহত্তম কন্টেইনার জাহাজ কোনটি - বাংলার দূত।
  • বাংলাদেশের বৃহত্তম ভবন কোনটি - শিল্প ব্যাংক ভবন (৩২ তলা)।
  • বাংলাদেশের উচ্চতম পাহাড় কোনটি - গারো পাহাড়।
  • বাংলাদেশের উচ্চতম বৃক্ষ কোনটি - বৈলাম বৃক্ষ।
  • বাংলাদেশের একটি ব-দ্বীপ এর নাম লিখ - হাতিয়া।
  • ঢাকা নগরিকে অন্য আর কি নামে ডাকা হয় - মসজিদের শহর।
  • মেট্রোপলিটন পুলিশ প্রধান কে কি বলে - পুলিশ কমিশনার।
  • উপজেলা প্রশাসনের প্রধান কে - উপজেলা নির্বাহী আফিসার।
  • বাংলাদেশের জেলা পরিষধের সংখ্যা কতটি - ৬৪ টি।
  • সুপ্রীম কোর্ট কয় ভাগে বিভক্ত ও কি কি - ২ ভাগে যথাঃ ১.হাইকোর্ট বিভাগ, ২.আপিল বিভাগ।
  • বাংলাদেশের প্রথম বেসরকারী টেলিভিশন চ্যালেন কোনটি - একুশে টিভি (ETV)।
  • কোন ব্যাক্তি বাংলাদেশকে ধন সম্পদ পূর্ন নরক বলে অভিহিত করেন - ইবনে বতুতা।
  • বাংলাদেশের শীতল তম স্থান কোথায় - শ্রীমঙ্গল। 
  • সিটি কর্পোরেশনের প্রধানের মেয়াদ কাল কত - ৫ বছর।
  • গারো উপজাতি বাস করে কোথায় - ময়মনসিংহ।
  • বাংলাদেশে সর্ব প্রথম কোন মহিলা টেষ্ট টউব শিশুর মা হন - ফিরোজা বেগম।
  • বাংলাদেশ সেনাবাহীনিতে দ্বিতীয় নারী ছত্রীসেনার নাম কি - মেজর নুসরত নূর আল চৌধুরী।
  • বাংলায় শিশু সাংবাদিকতার ওয়েবসাইট কোনটি - হ্যালো।
  • অষ্টম বাংলাদেশ গেমসের মাসকট কি - তারুণ্য।
  • দেশের প্রথম সমুদ্র গবেষণা ইনস্টিটিউট স্থাপিত হচ্ছে কোথায় - রামু, কক্সবাজার।
  • যুক্তরাজ্য ভিত্তিক পাখি বিষয়ক সংস্থা বার্ডলাইফ ইন্টারন্যাশনাল কোন স্থানকে দেশের ২০তম অভয়ারণ্য ঘোষনা করে - সোনাদ্বীপ।
  • প্রবাসীদের উদ্যোগে প্রথম বাংলাদেশী ব্যাংকের নাম কি - এনআরবি (NRB) কমার্শিয়াল ব্যাংক লিমিটেড।
  • বীরশ্রেষ্ঠ পদক প্রাপ্তদের সংখ্যা কত - ৭ জন।
  • বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত - ভাওয়াল ও মধূপুরের বনভূমি।
  • বাংলাদেশে উন্নত মানের কয়লার সন্ধান পাওয়া গেছে কোথায় - জামালগঞ্জে।
  • বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোথায় গড়ে উঠেছে - মেসোপটেমিয়ায়।
  • সুমেরীয় সভ্যতা গড়ে উঠেছে - মেসোপটেমিয়ায়।
  • মুক্তিযুদ্ধ কালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয় - ১১টি সেক্টরে।
  • পাহাড়পুর বৌদ্ধ বিহারের নির্মাতা কে - ধর্মপাল।
  • বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি - সেন্টমার্টিন।
  • প্রাচীন পুন্ড্র বর্ধন নগর কোথায় অবস্থিত - মহাস্থানগড়।
  • বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজাতি কোনটি - সাঁওতাল।
  • সুন্দরবনের পূর্বে কোন নদী অবস্থিত - বলেশ্বর।
  • সুন্দরবনের পশ্চিমে কোন নদী অবস্থিত - রায়মঙ্গল।
  • বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বিহার কোনটি - শালবন বিহার।
  • সিরডাপ (CIRDAP) এর সদর দপ্তর কোথায় - ঢাকা।
  • খাসিয়া উপজাতি কোন জেলায় অধিক বাস করে - সিলেট।
  • দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত - লালমনিরহাট।
  • বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা কোনটি - নারায়ণগঞ্জ।
  • তেঁতুলিয়া কোন জেলায় অবস্থিত - পঞ্চগড়।
  • পিসি কালচার দ্বার কি বুঝানো হয়েছে - মৎস চাষ।
  • এভি কালচার দ্বারা কি বুঝানো হয়েছে - পশু পাখি পালন।
  • এপি কালচার দ্বারা কি বুঝালো হয়েছে - মৌমাছি চাষ।
  • উপমহাদেশের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় কোথায় - কিশোর গঞ্জের সোলাখিয়ায় প্রায় ৩ লাখ লোক জমায়িত হয়।
  • বাংলাদেশের শ্রেষ্ঠ ভাষাবিদ কে ছিলেন - ড. মুহম্মদ শহীদুলাহ্।
  • বাংলাদেশের শ্রেষ্ঠ বিঙ্গানীর নাম কি - ড. কুদরাত-ই-খুদা।
  • বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা কবির নাম কি - বেগম সুফিয়া কামাল।
  • বীরত্ব পুরস্কার কয়টি ও কি কি - ৪ টি যথাঃ বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক।
  • বীরশ্রেষ্ঠ পুরস্কার পান কত জন - ৭ জন।
  • বীর উত্তম পুরস্কার পান কত জন -৬৮ জন।
  • বীর বিক্রম পুরস্কার পান কত জন -১৭৫ জন।
  • বীর প্রতীক পুরস্কার পান কত জন - ৪২৬ জন।                                 মোট - ৬৭৬ জন।
  • বাংলাদেশের বীর শ্রেষ্ঠ কত জন তাদের নাম ও পদবি কি -
      ১. শহীদ সিপাহী মোহাম্মদ হামিদুর বহমান।
      ২. শহীদ সিপাহী মুহাম্মদ মোস্তফা কামাল।
      ৩. শহীদ ল্যান্স নায়েক নূর মুহম্মদ।
      ৪. শহীদ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রব।
      ৫. শহীদ ইঞ্জিনরুম আর্টিফিসার মোঃ রুহুল আমনি।
      ৬. শহীদ ফ্লাইট লেফটেনেন্ট মোঃ মতিউর রহমান।
      ৭. শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর।
  • জাস এর পূর্ন রুপ কি - জাতিসংঘ।
  • রাজউক এর পূর্ন রুপ কি - রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ।
  • বাংলাদেশের বিদ্যুত শক্তির উৎস কি - খনিজ তেল, প্রাকৃতিক গ্যস, পানি ও কয়লা।
  • বাংলাদেশে তাপ বিদ্যুত কেন্দ্র কয়টি - ১০ টি, তার মধ্যে ভেড়ামাড়া বড়।
  • বাংলাদেশে পানি বিদ্যুত কেন্দ্র কয়টি - ১ টি (কাপ্তাই) ।
  • বাংলাদেশে সর্ব প্রথম সৌরবিদ্যুত কেন্দ্র স্থাপন করা হয় কোথায় - নরসিংদীতে।
  • বছরের সবচে বড় দিন কোনটি - ২১ শে জুন।
  • বছরের সবচে ছোট দিন কোনটি - ২৩ শে ডিসেম্বর।
  • কোন মাসের কোন তারিখ কে মুসক সপ্তাহ ধরা হয় - ১০ থেকে ১৬ জুলাই।
  • ১০ থেকে ৫০ পর্যন্ত মোট কতটি মৌলিক সংখ্যা আছে - ১১ টি।
  • ১ মন = ৩৭.৩২ কেজি।
  • ১ বর্গ কিঃমি = ১০০০ সেঃমি।
  • বাংলাদেশ ১৩৬ তম জাতিসংঘের সদস্য পদ লাভ করে কত সালে - ১৯৭৪ সালের ১৭ই সেপ্টম্বর ।
  • ২০১০ সালে স্বাধীনতা পদক পায় কত জন - ১১ জন।
  • ২০১২ সালে বাংলা একাডেমী পুরস্কার পান কে কে - প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও অমত্য সেন।
  • কত সালে ড. মোঃ ইউনূস যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সম্মানোনা পুরস্কার কংগ্রেশনাল গোল্ডেন অ্যাওয়ার্ড পান - ২০১৩ সালে।
  • ড. মোহাম্মদ ইউনূস কত সালে শান্তিতে নোবেল পুরস্কার পান - ২০০৬ সালে।
  • কত সালে SSC পরীক্ষায় গ্রেডিং পদ্ধতি চালু হয় - ২০০১ সালে।
  • কত সালে HSC পরীক্ষায় গ্রেডিং পদ্ধতি চালু হয় - ২০০৩ সালে।
  • ২৫ শে ফেব্রুয়ারী ২০০৯ সালে ঢাকায় বিডিয়ার বিদ্রহ হয়, এতে ৫৭ জন সেনা অফিসার সহ ৭৩ জন শহীদ হয়, এতে তিন দিনের রাষ্ট্রিয় শোক পালন করা হয়, বিদ্রহটি ৩৪ ঘন্টা স্থায়ী ছিল।
  • কোন সাল থেকে NBR Online এ কর পরিশোধ ব্যবস্থা চালু করেন - ১লা জানুয়ারি ২০১০।
  • বাংলাদেশে সর্ব প্রথম VAT প্রচলন হয় কত সালে - ১৯৯১ সালে।
  • বাংলাদেশে কত সালে VAT ব্যবস্থা কার্যকর করা হয় - ১৯৯১ সালের ১লা জুলাই।
  • মূল্য সংযোজন কর কত সালে চালু হয় - ১৯৯১-১৯৯২ সালে।
  • কত সালে বাংলা একাডেমী প্রতিষ্ঠিত হয় - ১৯৫৫ সালে।
  • কোন সালে র‌্যাব গঠন করা হয় - ২৬শে মার্চ ২০০৪ সালে।
  • মেশিন রিডেবল পাসপোর্ট নিবন্ধন কার্যক্রম চালু হয় কত সালে - ১লা এপ্রিল ২০১০ সালে।
  • ১৯৭১ সালে ঢাকা কত নং সেক্টরের অধিনে ছিল - ২ নং সেক্টরের অধিনে ছিল।
  • ঢাকা সর্বপ্রথম বাংলার রাজধানী হয় কত সালে - ১৬১০ সালে।
  • বাংলাদেশে কত সালে সংবিধান গৃহিত হয় - ১৯৭২ সালের ৪ঠা নভেম্বর।
  • বাংলাদেশে কত সালে সংবিধান কার্যকর হয় - ১৯৭২ সালের ১৬ই ডিসেম্বর।
  • বাংলাদেশ পানি চুক্তি করে কত সালে - ১৯৯৬ সালের ১২ই ডিসেম্বর।
  • বাংলাদেশ শান্তি চুক্তি করে কত সালে - ১৯৯৭ সালের ০২রা ডিসেম্বর।
  • কত সালে জাতীয় সংসদ ভবন উদ্বোধন করা হয় - ১৯৮২ সালের ২২শে জানুয়ারী।
  • কোন তারিখ কে বাংলাদেশে জাতীয় মুক্তিযোদ্ধা দিবস বলা হয় - ১লা ডিসেম্বর।
  • আয়কর দিবস কত তারিখে - ১৫ই সেম্পম্বর।
  • জাতীয় পতাকা দিবস কবে - ২রা মার্চ।
  • বাংলাদেশের জাতীয় সংগিত প্রথম প্রকাশিত হয় কত সালে - (বাংলা ১৩১২) (ইং: ১৯০৫)|
  • স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয় কত সালে - ১৯৭১ সালের ২রা মার্চ।
  • বঙ্গবন্ধু সর্ব প্রথম কবে বাংলাদেশের পতাকা উত্তলোন করেন - ১৯৭১ সালের ২৩শে মার্চ তার নিজের বাসভবনে প্রথম উত্তলোন করেন।
  • শেখ মুজিব কে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয় - ১৯৬৯ সালের ২৩শে ফেব্রুয়ারী।
  • কত সালের কোন তারিখে বাংলাদেশে ৩০ দিনের জন্য ১৪৪ ধারা জারি করা হয় - ১৯৫২ সালের ২০শে ফেব্রুয়ারী।
  • বাংলাদেশের শহীদ দিবস কবে- ২১শে ফেব্রুয়ারী।
  • বাংলাদেশের বিজয় দিবস কবে - ১৬ই ডিসেম্বর।
  • বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে - ২৬শে মার্চ।
  • জাতীয় মুক্তি যোদ্ধা দিবস কবে - ১ লা ডিসেম্বর।
  • শহীদ বুদ্ধিজীবি দিবস কত তারিখে - ১৪ই ডিসেম্বর।
  • কোন সাল থেকে বাংলাদেশে মুদ্রা চালু হয় - ১৯৭২ সালের ১লা মার্চ।
  • বাংলাদেশে নোট চালু হয় কত সালে ও কি কি নোট প্রথম চালু হয় - ১৯৭২ সালের ৪ঠা মার্চ, ১ টাকা ও ১০০ টাকার নোট প্রথম চালু হয়।
  • বাংলাদেশে প্রথম ডাক টিকেট চালু হয় কত সালে - ১৯৭১ সালের ২০শে জুলাই।
  • কোন তারিখে ২৬শে মার্চকে জাতীয় দিবস ঘোষনা করা হয়- ১৯৮০ সালের ৩ অক্টোবর।
  • কোন তারিখে রাষ্ট্র ধর্ম ইসলাম ঘোষনা করা হয় - ১৯৮৮ সালের ০৭ই জুন।
  • রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে - ১৯৫৩ সালে।
  • ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে - ১৯২১ সালে।
  • জাতীয় বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় - ১৯৯২ সালে।
  • উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় - ১৯৯২ সালে (গাজীপুর)।
  • বাংলাদেশ গনপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল কবে - ১৯৭১ সালের ২৬ মার্চ।
  • মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কোন সালে গঠিত হয় - ২০০১ সালে।
সাহিত্য এবং সাহিত্যিক
  • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর প্রকৃত নাম কি - ঈশ্বরচন্দ্র শর্মা।
  • কাজী নজরুলের ইসলামের উপাধি কি - বিদ্রোহী কবি।
  • বাংলা সাহিত্যে ১ম বিরাম চিহ্ন স্থাপন করেন কে - ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
  • বাংলার বাঘ বলা হয় কাকে - নেতার্জী সুভাষ চন্দ্র বসুকে।
  • শকুন্তলা গ্রন্থের রচিতা কে - ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
  • রবীন্দ্রনাথের ১ম প্রকাশিত কাব্য কোনটি - বনফুল।
  • রবীন্দ্রনাথের শেষ গ্রন্থ্য কি - শেষ লেখা।
  • গীতাঞ্জলি কাব্যগ্রন্থের রচিতা কে - রবীন্দ্রনাথ ঠাকুর।
  • শেষের কবিতা উপন্যাসের রচিতা কে - রবীন্দ্রনাথ ঠাকুর।
  • অগ্নিবীণা ও দোলন চাপা কাব্যগ্রন্থের রচিতা কে - কাজী নজরুল ইসলাম।
  • মৃত্যুক্ষুধা উপন্যাসের রচিতা কে - কাজী নজরুল ইসলাম।
  • বিষের বাঁশি কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা - কাব্য।
  • বাংলা সাহিত্যে তাজমিয়া লিখেছেন কে - মীর মোশাররফ হোসেন।
  • বিষাদ সিন্ধু উপন্যাসের রচিতা কে - মীর মোশাররফ হোসেন।
  • বাংলা সাহিত্যে ভোরের পাখি লিখেছেন কে - বিহারী লাল।
  • ন্যায়দন্ড উপন্যাসটি কে রচনা করেন - জরাসন্ধ।
  • নীল দর্পন গ্রন্থের রচিয়তা - দীন বন্ধু মিত্র।
  • কবর নাটকের রচিতা কে - মুনীর চৌধুরী।
  • কপাল কুন্ডলা ও বিষবৃক্ষ উপন্যাসের রচিতা কে - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
  • কাকে সাহিত্য সম্রাট বলা হয় – বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
  • মেঘনাদ বধ মহাকাব্যের রচিতা কে - মাইকেল মধুসূদন দত্ত।
  • মহাশ্নাশান মহাকাব্যের রচিতা কে - কায়কোবাদ।
  • বাংলাদেশের বৃহত্তম উপন্যাসের নাম কি এটি কে রচনা করেছেন – পদ্না -মেঘনা-যমুনাঃ রচিয়তা আবু জাফর শামসুদ্দিন (প্রধান চরিত্রে মামুন)।
  • শেক্সপীয়ার কোন দেশের শ্রেষ্ট কবি ও নাট্যকার ছিলেন - ইংল্যান্ডের।
  • আফ্রিকার শেক্সপিয়র বলা হয় কোন সাহিত্যিক কে - চিনুয়া আচেবেকে।
  • কাজী নজরুল ইসলাম জন্ম গ্রহন করেন কত সালে - বাংলাঃ ১১ই জৈষ্ঠ্য ১৩০৬ সালে (ইং: ২৫শে মে ১৮৯৯সালে)।
  • কাজী নজরুল ইসলাম মৃত্যু বরন করেন কত সালে - বাংলাঃ ১২ই ভাদ্র ১৩৮৩ সালে (ইং: ২৯শে আগষ্ট ১৯৭৬ সালে)।
  • রবীন্দ্রনাথ ঠাকুর জন্ম গ্রহন করেন কত সালে - বাংলাঃ ২৫শে বৈশাখ ১২৬৮ সালে (ইং: ০৭মে ১৮৬১ সালে)।
  • রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যু বরন করেন কত সালে - বাংলাঃ ২২শে শ্রাবন ১৩৪৮ সালে (ইং: ০৭ই আগষ্ট ১৯৪১ সালে)।
  • রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে কোন কাব্যের জন্য নোবেল পুরস্কার পান - ১৯১৩ সালে বনফুল কাব্যের জন্য।
  • ২০০৯ সালে সাহিত্যে কে স্বাধীনতা পুরস্কার পান - আব্দুল গাফফার চৌধুরী স্বাধীনতা পুরস্কার পান।
ইতিহাস বিষয়ক
  • লালবাগ কেল্লা স্থাপন করেন কে - শায়েস্তা খান।
  • লালবাগ কেল্লার নির্মান কাজ সর্ব প্রথম শুরু করেন কে - যুবরাজ মোহাম্মদ আযম।
  • বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন- মুর্শিদকুলি খাঁ।
  • মুঘল সম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে - জহির উদ্দীন মুহম্মদ বাবর।
  • বাবর কোন দেশের অধিবাসী ছিলেন - আফগানিস্তান।
  • কে লাল বাগের পরিবিবির সমাধীসৌধ তৈরি করেন - শায়েস্তা খান।
  • কার আমলে লালবাগের শাহী মসজিদ নির্মিত হয় - যুবরাজ মুহাম্মদ আযম।
  • দিল্লীর লালকেল্লা কে নির্মান করেন - সম্রাট শাহজাহান।
  • কে বাংলার নাম দেয় জান্নাতাবাদ - মুঘল সম্রাট হুমায়ূন।
  • সর্বশেষ মুঘল সম্রাটের নাম কি - বাহাদুরশাহ্।
  • বাংলার শেষ নবাবের নাম কি - নীজাম উদ্দৌলা।
  • বঙ্গভঙ্গ কে করেন - লর্ড কার্জন।
  • কে লাহর প্রস্তাব উত্থাপন করেন - এ কে ফজলুল হক।
  • বিবি পরি কে ছিলেন - শায়েস্তা খানের কন্যা।
  • কোন মুঘল সুবেদার চট্টগ্রাম দখল করে এর নাম রাখেন ইসলামাবাদ - শায়েস্তা খান।
  • বাংলা বর্ষ পঞ্জির প্রবর্তন করেন কে এবং কত খৃষ্টাব্দে -সম্রাট আকবর ১৫৮৪ খৃষ্টাব্দে।
  • কত সালে মুঘল শাসন শুরু হয় - ১৫২৬ সালে ।
  • বাংলা প্রথম স্বাধীন সিংহাসনে আরোহন করে কত সালে - ১৭১৭ সালে।
  • শিল্প বিপ্লব কখন কোথায় শুরু হয় - ১৭৬২ সালে ইউরোপে।
  • পানি পথের সর্বশেষ যুদ্ধ হয় কত সালে - ১৭৬১ সালে।
  • প্রথম বিশ্ব যুদ্ধ শুরু হয় কত সালে - ১৯১৪ সালে শেষ হয় ১৯১৮ সালে।
  • নীল বিদ্রোহ হয় কত সালে - ১৮৬০ সালে।
  • পলাশীর যুদ্ধ সংঘটিত হয় কত সালে - ১৭৫৭ সালে।
  • কত সালে লালবাগ কেল্লা তৈরি করা হয় - ১৬৭৮ সালে।
  • কত সালে মুঘল শাসন শুরু হয় - ১৫২৬ সালে ।
  • ১৬১০ সালে কে ঢাকায় রাজধানী স্থাপনা করেন - সুবেদার ইসলাম খান।
আন্তর্জাতিক বিষয়ক
  • বারাক ওবামা USA এর কত তম প্রেসিডেন্ট - ৪৪ তম প্রেসিডেন্ট।
  • ৯ম সার্ক মহাসচিবের নাম কি - ডঃ শীলকান্ত শর্মা।
  • বর্তমানে জাতিসংঘের সদস্য সংখ্যা কত - ১৯২ টি দেশ, সদর দপ্তর যুক্তরাষ্ট্র।
  • ভারতীয় লোক সভার নির্বাচিত সদস্য কত - ৫৪৩ জন।
  • ইরাকের সংসদে আসন সংখ্যা কতটি - ৩২৫ টি।
  • ইতিহাসে বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত - তুরুস্কে।
  • ব্যবিলনের ঝুলন্ত উদ্যান কোথায় অবস্থিত - ইরাকে।
  • ব্যাবিলনের শূন্য উদ্যান কে গড়ে তুলেছিলেন - নেবুচাদ নেজার।
  • সর্বশেষ ১৫ তম ন্যাম সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায় -মিশরে।
  • বর্তমানে ন্যাম এর সদস্য দেশ কতটি - ১১৮টি দেশ।
  • পৃথিবীর সবচেয়ে উচ্চতম ভবন কোথায় এর নাম কি এর উচ্চতা ও নির্মান ব্যায় কত - দুবাইয়ে, এর নাম- বুর্জ খলিফা, এর উচ্চতা ১৬৯ তলা / ২৬২৮ ফুট/ ৮২৮ মিটার, নির্মান ব্যায় ১.৫ বিলিয়ন মার্কিন ডলার, কাজ শুরু হয়েছে ২০০৪ সালের জানুয়ারি মাসে এবং উদ্বোধন -৪ জানুয়ারি ২০১০।
  • পৃথিবীর বৃহত্তম সৌর বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত - ইতালিতে এটা প্রায় ১২০টি ফুটবল মাঠের সমান।
  • বিশ্বের সবচে ধনী ব্যাক্তি নাম কি - কালোর্স স্লিম হেলু (মেক্সিকান) ইনি প্রায় ৭৩ বিলিয়ন মার্কিন ডলারের মালিক।
  • কোন দেশে সবচেয়ে বেশি মোবাইল ও ইন্টারনেট ব্যবহার করা হয় - চীন দেশে।
  • ১৯৩ তম স্বাধীন দেশ কোনটি - দক্ষিন সুদান।
  • ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত - লিও।
  • কোন দেশে গনতন্ত্রের জন্ম হয়েছিল - গ্রীস।
  • জনসংখ্যায় বিশ্বে বড় দেশ কোনটি - চীন।
  • আয়তনে বিশ্বের বড় দেশ কোনটি- রাশিয়া।
  • কেওক্রাডাং চুড়ার উচ্চতা কত - ১২৩০ মিটার।
  • পৃথিবীর আয়তন কত - ৫১,০০,৬৭,৮৬০ বর্গ কিঃমি।
  • পৃথিবী ও চন্দ্রের দূরত্ব কত - ২,৩৮,৮৫৪.৫ মাইল।
  • পৃথিবীর সর্বোচ্চ মালভূমি কোনটি এর উচ্চতা কত - পামীর মালভূমি উচ্চতাঃ ১৬,০০০ ফুট।
  • পামীর মালভূমিকে কি বলা হয় - পৃথিবীর ছাদ বলা হয়।
  • পৃথিবীতে মহাসাগর কয়টি ও কি কি - ৬ টি যথাঃ ১.প্রশান্ত মহাসাগর, ২.আটলান্টিক মহাসাগর, ৩.ভারত মহাসাগর, ৪.উত্তর মহাসাগর, ৫.এন্টার্কটিকা মহাসাগর, ৬.ভূমধ্য মহাসাগর।
  • প্রথিবীতে মহাদেশ কয়টি ও কি কি - ৭ টি যথাঃ ১.এশিয়া, ২ইউরোপ, ৩.আফ্রিকা, ৪.উত্তর আমেরিকা, ৫.দক্ষিন আমেরিকা,৬.অষ্ট্রেলিয়া, ৭.এন্টার্কটিকা,
  • আয়তনের দিক থেকে এশিয়ার সবচেয়ে ছোট দেশ কোনটি - মালদ্বীপ।
  • পৃথিবীতে ১০০% মুসলমান দেশ কোনটি - মালদ্বীপ, ওমান, কাতার।
  • হিন্দু প্রধান দেশ কোনটি - ভারত।
  • দক্ষিন এশিয়ার বৃহত্তম রাষ্ট্র কোনটি - ভারত।
  • হিমালয় সর্বোচ্চ শৃঙ্গের নাম কি - মাউন্ট এভারেস্ট।
  • পৃথিবীর বৃহত্তম মাহদেশ কোনটি - এশিয়া মহাদেশ।
  • পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ কোনটি - আফ্রিকা মহাদেশ।
  • জনসংখ্যায় সবচেয়ে ক্ষুদ্রতম দেশ কোনটি - ভ্যাটিকান ৮৯২ জন লোকসংখ্যা।
  • আয়তনে ১ম ও ২য় বৃহত্তম মহাসাগরের নাম কি - ১মঃ প্রশান্ত মহাসাগর, ২য়ঃ আটলান্টিক মহাসাগর।
  • সুইডেনের মুদ্রার নাম কি - ক্রোন।
  • অস্ত্র রপ্তানীতে শীর্ষ দেশে কোনটি -১মঃ যুক্তরাষ্ট্র, ২য়ঃ রাশিয়া।
  • জাতি সংঘের ১ম মহাসচিব - ট্রিগভেলি।
  • ইসলামী উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর কোথায় - জেদ্দায়।
  • বিশ্বে প্রাকৃতিক গ্যাস উৎপাদনে শীর্ষ দেশ কোনটি - রাশিয়া।
  • অপরিশোধিত তেল আমদানিতে শীর্ষ দেশ কোনটি - মার্কিন যুক্তরাষ্ট্র।
  • মার্কিন প্রেসিডেন্ট ওবামার বার্ষিক বেতন কত - চার লাখ মার্কিন ডলার।
  • ইয়াক ১৩০ কোন দেশের যুদ্ধ বিমান - রাশিয়া।
  • বিশ্বে রেমিট্যান্স প্রবাহে শীর্ষ দেশ কোনটি - ভারত।
  • স্ট্রবেরি উৎপাদনে বিশ্বে শীর্ষ দেশ কোনটি - যুক্তরাষ্ট্র।
  • মানব কম্পিউটার ও মানব ক্যালকুলেটর নামে খ্যাত কে - শকুন্তলা দেবী (ভারত)।
  • মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসনাল গোল্ড মেডেল প্রথম লাভ করেন কে - জর্জ ওয়াশিংটন।
  • এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রধান কার্যালয় কোথায় - ম্যানিলা।
  • হামাস কোন দেশের সংগঠন - ফিলিস্তিন।
  • ব্ল্যাক ক্যাট কোন দেশের কমান্ডো বাহিনী - ভারত।
  • যুদ্ধই জীবন যুদ্ধই সার্বজনীন এটি কার উক্তি - হিটলার।
  • হোয়াইট হাউজ কোন শহরে অবস্থিত - ওয়াশিংটন।
  • পৃথিবীর কোন নদীতে মাছ হয় না - জর্দান।
  • পৃথিবীর দীর্ঘতম পর্বত মালার নাম কি - আন্দিজ পর্বত মালা।
  • পৃথিবীর উচ্চতম পর্বত শ্রেনীর নাম কি - হিমালয়।
  • পৃথিবীর উচ্চতম পর্বত শৃঙ্গের নাম কি - মাউন্ট এভারেষ্ট।
  • পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম কি - সাহারা মরুভূমি।
  • পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনিটি - গ্রীনল্যান্ড সাগর।
  • এশিয়ার বৃহত্তম মরুভূমির নাম কি - গোবি।
  • পৃথিবীর দীর্ঘতম খাল কোনিটি - সুয়েজখাল।
  • পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ বনাঞ্চলের নাম কি - সুন্দরবন।
  • পৃথিবীর বৃহত্তম আগ্নেয় গিরির নাম কি - মাওনালোরা।
  • পৃথিবীর সবচেয়ে দ্রুততম প্রানী কোনটি - চিতা বাঘ।
  • পৃথিবীর সবচেয়ে ধীরতম প্রানী কোনটি - শামুক।
  • পৃথিবীর বৃহত্তম শহর কোনটি - লন্ডন।
  • এশিয়ার বৃহত্তম নদীর নাম কি - ইয়াংসিকিয়াং।
  • পৃথিবীর দীর্ঘতম সেতুর নাম কি - সেসাপেক ব্রীজ।
  • পৃথিবীর বৃহত্তম দ্বীপ দেশ কোনটি - ইন্দোনেশিয়া।
  • নোবেল পুরস্কার প্রথম শুরু হয় কোন সাল থেকে - ১৯০১ সালে।
  • বারাক ওবামা শান্তিতে নোবেল পুরস্কার পান কত সালে - ২০০৯ সালে।
  • কত সালে ন্যাম গঠিত হয় - ১৯৬১ সালের সেপ্টম্বর মাসে।
  • কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কত সালে - ১৮৮৫ সালে।
  • জাতিসংঘ দিবস কত তারিখে - ২৪শে অক্টোবর।
  • কত সালে সার্ক প্রতিষ্ঠিত হয় এবং এর সদর দপ্তর কোথায় - ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর এর সদর দপ্তর নেপাল কাটমুন্ডু।
  • কত সালে OIC প্রতিষ্ঠিত হয় এবং এর সদর দপ্তর কোথায় - ১৯৬৯ সালে ২১শে আগস্ট সদর দপ্তর জেদ্দায়।
  • জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় কত সলে এবং এর সদস্য সংখ্যা কত - ১৯৪৫ সালের ২৪শে অক্টোবর এর স্থায়ী সদস্য সংখ্যা -৫, অস্থায়ী সদস্য সংখ্যা -১০।
  • যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলা করা হয় কত সালে এবং এতে মৃত্যের সংখ্যা কত - ২০০১ সালের ১১ই সেপ্টম্বর এতে প্রায় ৩,০০০ লোক প্রাণ হারায়।
  • ২০০৮ সালে বুশের উপর জুতা নিক্ষেপ করেন কে -মুনতাদার আল যায়েদী, তাকে সিরিয়ায় সর্বোচ্চ সম্মানোনা পদক প্রদান করা হয়।
  • ইরাক কুয়েত দখল করেছিল কত সালে - ১৯৯০ সালে।
  • কত সালে লাদেন মারা যান - ২০১১ সালের ২রা মে রাত ০১:৪০ মিনিটে।
  • কত সালে চাঁদে প্রথম মানুষ আবতরন করেন - ১৯৬৯ সালের ২১শে জুলাই।
  • মিয়ানমারে প্রায় ৫০ বছর পর বেসরকারী প্রত্রিকা যাত্রা শুরু করে কত সালে - ২০১৩ সালের ১লা এপ্রিল।
  • আমেরিকার স্বাধীনতা ঘোষনা করা হয় কোন সালে - ১৭৭৬ সালে।
বিশ্বের বিভিন্ন দেশের ভৌগোলিক নাম
ভৌগোলিক নাম
দেশ
সোনালী আঁশের দেশ কোনটি
বাংলাদেশ
হাজার দ্বীপের দেশ কোনটি
ফিনল্যান্ড
সাদা হাতীর দেশ কোনটি
থাইল্যান্ড
নীবর শহর কোনটি
রোম
মসজিদের শহর কোনটি
ঢাকা
নিষিদ্ধ দেশ কোনটি
তিব্বত
মুক্তার দেশ কোনটি
কিউবা
নিশীথ সূর্যের দেশ কোনটি
নরওয়ে
পিরামিডের দেশ কোনটি
মিসর
সূর্যোদয়ের দেশ কোনটি
জাপান
নীল নদের দান কোনটি
মিসর

বিশ্বের বিভিন্ন দেশের রাজধানী ও মুদ্রার নাম

দেশের নাম
রাজধানী
মুদ্রা
ভারতের রাজধানীর নাম কি
নয়াদিল্লী
রুপী
পাকিস্তানের রাজধানীর নাম কি
ইসলামাবাদ
রুপী
নেপালের রাজধানীর নাম কি
কাঠমুন্ডু
রুপী
ভুটানের রাজধানীর নাম কি
থিম্পু
নগুলট্রাম
মালদ্বীপের রাজধানীর নাম কি
মালে
রুপিয়া
শ্রীলঙ্কার রাজধানীর নাম কি
কলম্বো
রুপী
আফগানিস্তানের রাজধানীর নাম কি 
কাবুল
আফগানি
চীনের রাজধানীর নাম কি
বেইজিং
ইউয়ান
ইতালির রাজধানীর নাম কি
রোম
লিরা
রাশিয়ার রাজধানীর নাম কি
মস্কো
রুবল
জাপানের রাজধানীর নাম কি
টোকিও
ইয়েন
সিরিয়ার রাজধানীর নাম কি
দামেস্ক
পাউন্ড
সৌদি আরবের রাজধানীর নাম কি
রিয়াদ
রিয়াল
উত্তর কোরিয়ার রাজধানীর নাম কি
পিয়ংইয়ং
উরন
ইরাকের রাজধানীর নাম কি
বাগদাদ
দিনার

বিশ্বের বিভিন্ন দেশের নতুন নাম

পুরাতন নাম
নতুন নাম
ত্রিপোলা
লিবিয়া
নিষ্পন
জাপান
পারস্য
ইরান
পূর্ব পাকিস্তান
বাংলাদেশে
বার্মা
মায়ানমার
মালয়
মালেয়েশিয়া
শ্যাম
থাইল্যান্ড
সিংহল
শ্রীলংকা

খেলাধূলা বিষয়ক
  • প্রথম এশিয়া গেমস্ অনুষ্ঠিত হয়েছিল কোথায় - নয়াদিল্লীতে।
  • বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) কোথায় অবস্থিত - সাভার।
  • ODI তে সর্বনিম্ন রান করে কোন দেশ এবং কত রান করে - কানাডা ৩৬ রান করে শ্রীলংকার বিরুদ্ধে।
  • ক্রিকেটে কয়টি উপায় Out হয় - ১০ টি উপায় Out হয়।
  • Twenty 20 World cup  2010  west Indies এ পাকিস্তানের কোন বলার এক ওভারে ৫ উইকেট নেয় - মোঃ আমির (পাকিস্তারের ফাস্ট বলার)। 
  • বাংলাদেশের গল্ফ চ্যাম্পিয়ন এর নাম কি - সিদ্দিকুর রহমান।
  • বিশ্বকাপ মহিলা ফুটবল চ্যাম্পিয়ন কোন দেশ - জাপান।
  • প্রথম বাংলাদেশী হিসাবে কে টেস্টে ডাবল সেঞ্চুরী করেন - মুশফিকুর রহীম ২০০ রান করেন শ্রীলংকার বিপক্ষে।
  • অষ্টম বাংলাদেশ গেমস এর দ্রুততম মানব ও মানবী কে - মানবঃ মেজবাহ আহমেদ, মানবীঃ নাজমুন্নাহার বিউটি।
  • অষ্টম বাংলাদেশ গেমসের মাসকট প্রাণী কোনটি - কাঠবিড়ালী।
  • বাস্কেট বল খেলার সূচনা হয় কোথায় - যুক্তরাষ্ট্রে।
  • ভলিবল খেলার উৎপত্তি কোথায় - আমেরিকায়।
  • ব্যাডমিন্টন খেলার উৎপত্তি কোথায় - ইংল্যান্ডে।
  • গলফ খেলার উৎপত্তি কোথায় - ইংল্যান্ডে।
  • দাবা খেলার উৎপত্তি হয় কোথায় - ভারতে।
  • ফুটবল খেলার জন্ম কোন দেশে - চীন।
  • কাবাডী খেলার উৎপত্তি কোন দেশে  - জাপান।
  • বাংলাদেশের জাতীয় খেলা কোনটি - কাবাডি।
  • বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা কোনটি - ফুটবল।
  • ক্রিকেট খেলার মাঠ কি ধরনের হয় - ডিম্বাকৃতির।
  • ক্রিকেটের স্টাম্পের উচ্চতা কত - ২৭ ইঞ্চি।
  • ক্রিকেট বলের ওজন কত - ৫ থেকে ৬ আউন্স।
  • হকি খেলার মাঠ কি ধরনের হয় - আয়তক্ষেত্রাকার।
  • বিকেএসপি এর পূর্ন রুপ কি - বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান।
  • বাংলাদেশ ১ম টেস্ট জয় করে কত সালে - ১০ জানুয়ারি ২০০৫।
  • টেস্ট ক্রিকেট শুরু হয় কত সালে - ১৮৭৭ সালে।
  • সর্ব প্রথম টেবিল টেনিস খেলা শুরু হয় কোথায় এবং কত সালে - ১৯২৬ সালে লন্ডনে।
  • একদিনের ক্রিকেট কবে থেকে শুরু হয় - ১৯৭১ সালে।
  • কখন প্রথম বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হয় - ১৯৭৫ সালে।
  • BPL খেলা শুরু হয় কোন সাল থেকে - ২০১১ সালের ০২রা ফেব্রুয়ারী।
  • ODI ক্রিকেট শুরু হয় কত সালে - ১৯৭১ সালের ৫ জানুয়ারি।
  • ODI ক্রিকেট ১ম World Cup হয় কত সালে - ১৯৭৫ সালে।
  • ১ম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় কত সালে - ১৯৩০ সালে, উরুগুয়ে চ্যাম্পিয়ন এবং আর্জেন্টিনা রানার আপ হয়।
  • ২০১০ সালে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়েছে কোথায় - দক্ষিন আফ্রিকায়।
  • ২০১৪ সালে ২০ তম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়েছে কোথায় - ব্রাজিলে।
  • ২০১৫ সালে বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে কোথায় - অস্ট্রেলিয়ায়।
  • ২০১৯ সালে বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে কোথায় - ইংল্যান্ডে।
  • ২০১০ সালে ক্রিকেটে বিশ্বসেরা অলরাউন্ডার কে - সাকিব আল হাসান।
  • বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) কবে প্রতিষ্ঠিত হয় কত সালে - ১৯৮৬ সালের ১৪ এপ্রিল।

No comments:

Post a Comment