বিজ্ঞান বিষয়ক
- শূণ্য মাধ্যমে শব্দের বেগ কত - শূণ্য।
- একজন মানুষ কি অবস্থায় পৃথিবীকে সবচেয়ে কম চাপ দেয় - দাঁড়ানো।
- কোন বর্ণের আলোর প্রতিসরণ বা বিচ্যুতি সবচাইতে বেশি - বেগুনী।
- কোন রঙের বস্তুর তাপ শোষন ক্ষমতা বেশি - কালো।
- কোন রঙের বস্তুর তাপ শোষন ক্ষমতা কম - সাদা।
- বিদ্যুত প্রবাহের একক কি - এ্যাম্পেয়ার।
- সময় নির্ণায়ক যন্ত্রের নাম কি - ক্রনমিটার।
- বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি - ব্যারোমিটার।
- তাপমাত্রা নির্নয়ের যন্ত্র কোনটি - থার্মোমিটার।
- ভূমিকম্প নির্নয়ের যন্ত্র কোনটি - সাইমোগ্রাফ।
- গাড়ীর গতি মাপার যন্ত্র কোনটি - স্পীডো মিটার।
- বিদ্যুৎ পরিবাহকের রোধের একক কি - ওহম।
- বৈদ্যুতিম ক্ষমতার একক কি - ওয়াট।
- কাজের একক কি - জুল / সেকেন্ড।
- যখন পৃথিবী ও সূর্যের মধ্যে চাঁদ আবস্থান করে তখন তাকে কি বলে -সূর্য গ্রহন।
- একটি বায়ুশূন্য স্থানে একটি পালক ও একটি লোহার বল একত্রে ছেড়ে দিলে কি হবে - উভয়টি একসাথে পড়বে।
- সমুদ্র বায়ু প্রবল বেগে প্রবাহিত হয় কখন - অপরাহ্নে।
- আগ্নেয়গিরির জ্বালামুখ দিয়ে নির্গত গলিত পদার্থকে কি বলা হয় - লাভা।
- পৃথিবীর পরিধি কত - ৩৬০ ডিগ্রি।
- পৃথিবী হতে সূর্যের গড় দূরত্ব - ১৫ কোটি কিলোমিটার।
- সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি - বৃহস্পতি।
- ভূত্বকের গভিরতা কত - প্রায় ১৬ কিলোমিটার।
- ক্লোরোফিল ছাড়া কি সম্পন্ন হয় না - সালোকসংশ্লেষণ।
- শৈবালের বৈশিষ্ঠ্য কি - এরা স্ব ভোজী।
- কত তাপমাত্রায় পানির ঘনত্ব বেড়ে যায় - ৪ ডিগ্রি সেন্টিগ্রেড।
- পৃথিবী ঘূর্ণনের ফলে আমরা ছিটকে পড়ি না কেন -মধ্যাকর্ষণ বলের জন্য।
- রক্তে হিমোগ্লোবিনের কাজ কি - অক্সিজেন পরিবহন করা।
- প্রেসার কুকারে পানির স্ফুটনাংক কেমন - বেশী হয়।
- আকাশ নীল দেখায় কেন - নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশী বলে।
- পূর্ণাঙ্গ ব্যক্তির ফুসফুসের বায়ু ধারণ ক্ষমত কত - ৬ লিটার।
- সিস্টোলিক চাপ বলতে কি বুঝায় - হৃদপিন্ডে সংকোচন চাপ।
- লোহিত কণিকার আয়ুষ্কাল কত - ১২০ দিন।
- পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি - শুক্র।
- সূর্যের নিকটতম প্রহ কোনটি - বুধ।
- পৃথিবীর চারিদিকে চাঁদের একবার ঘুরতে কত সময় লাগে - ২৮ দিন।
- পৃথিবীর নিজ অক্ষে আবর্তনের দিক কোনটি - পশ্চিম হতে পূর্ব দিকে।
- সমুদ্র স্রোতের অন্যতম কারণ কি - বায়ু প্রবাহের প্রভাব।
- উত্তর গোলার্ধ সূর্যের নিকটতম স্থানে অবস্থান করে কখন - ২১শে জুন।
- আকুপাংচার কি - চীন দেশের প্রাচীন চিকিৎসা পদ্ধতি।
- একটি নীল কাঁচকে উত্তপ্ত করলে এর থেকে কি বের হবে - হলুদ রং।
- বাতাসের উষ্ণতা বাড়লে শব্দের গতির কি পরিবর্তন হয় - বাড়ে।
- পানিকে বরফে পরিণত করলে আয়তন কি হয় - বাড়ে।
- সূর্যে শক্তি উৎপন্ন হয় কিভাবে- পরমাণুর ফিউশন পদ্ধতিতে।
- মেঘাচ্ছন্ন আকাশে রাত অপেক্ষাকৃত গরম হওয়ার কারন কি - মেঘ মাটি থেকে বায়ুতে তাপ বিকিরণে বাধা দেয়।
- ভারত মহাসাগরের আকৃতি কেমন - বৃহদাকার ত্রিভুজের মত।
- ধলেশ্বরী নদীর শাখা নদী কোনটি - বুড়িগঙ্গা।
- সূর্য অপেক্ষা পৃথিবীর উপর চন্দ্রের আকর্ষণ শক্তি কেমন - প্রায় দ্বিগুন।
- কাচ তৈরির প্রধান কাঁচামাল কি - বালি।
- ধানের বাদামী রোগের কারন কি - ছত্রাক।
- দুধ দাঁতের সংখ্যা কতটি - ২০ টি।
- মানুষের রক্তে কত ধরনের রক্ত কনিকা থাকে - ৩ প্রকার।
- তাপে কোন ভিটামিন নষ্ট হয় - ভিটামিন সি।
- হাঁড় ও দাঁতকে মজবুত করে কোন ভিটামিন - ফসফরাস।
- মানুষ কোন পর্বের অন্তরভূক্ত - কর্ডাটা।
- ব্যাঙের হৃদপিন্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে - তিনটি ।
- চামড়ার স্তর কয়টি - ২ টি যথাঃ ১.উপ চর্ম, ২.অন্তঃ চর্ম।
- মানুষের ক্রোমোজমের সংখ্যা কত - ২৩ জোড়া।
- ভূত্বকে কোন উপাদান সবচেয়ে কম থাকে - সোডিয়াম।
- ভূপৃষ্ঠে কোন ধাতু সবচে বেশি আছে - অ্যালুমিনিয়াম।
- ব্যাঙের ছাতা কোন শ্রেনীর উদ্ভিদ - ছত্রাক।
- কোনটি ভূকম্পন পরিমাপের যন্ত্র - সিসমোগ্রাফ।
- বটের বীজের বিস্তার ঘটে কিসের সাহায্যে - পাখি।
- নাইট্রোজেন থেকে কোন সার তৈরি করা হয় - ইউরিয়া।
- পানিতে অক্সিজেন ও হাউড্রোজেনের অনুপতি কত – ১:২।
- কুকুরের মুখে দাঁতের সংখ্যা কত - ৪৪ টি।
- কোন ভিটামিন ক্ষতস্থান হতে রক্তপড়া বন্ধ করতে সাহায্য করে - ভিটামিন কে।
- কোন প্রাণীর তিনটি হৃদপিন্ড আছে - ক্যাটল ফিশ।
- কোন প্রানীকে ডেভিল মাছ বলে - অক্টোপাস।
- নাইট্রোজেনের প্রধান উৎস কি - বায়ুমন্ডল।
- সমুদ্রের গভীরতা কিভাবে নির্নয় করা হয় - প্রতিধ্বনির মাধ্যমে সমুদ্রের গভীরতা নির্নয় করা হয়।
- জীবানু বিদ্যার জনক কে তিনি কোন দেশের অধিবাসি - লুইপাস্তুর (ফ্রান্স)।
- ডিপথেরিয়া জীবানু আবিস্কার করেন কে তিনি কোন দেশের অধিবাসি - সিসমিক (যুক্তরাষ্ট্র)।
- জলাতংক রোগ আবিস্কার করেন কে তিনি কোন দেশের অধিবাসি - লুইপাস্তুর (ফ্রান্স)।
- ডিপথেরিয়া রোগের প্রতিষেধক আবিস্কার করেন কে তিনি কোন দেশের অধিবাসি - ভন ভেইরিং (জাপান)।
- পেশিতে পানির পরিমান শতকরা কত - ৭৫ ভাগ।
- মানুষের কঙ্কালে কয়খানা হাড় ও অস্থি আছে - ২০৬ খানা।
- কঙ্কালের সবচেয়ে বড় অস্থিটির নাম কি - ফিমার।
- কত দিনে সৌর বছর ধরা হয় - ৩৬৫ দিনে।
- কত দিনে চন্দ্র মাস ধরা হয় - ২৯ দিনে।
- কোন গতির জন্য দিনও রাত হয় - আহ্নিক গতি।
- চন্দ্র পৃষ্ঠে কে প্রথম পর্দাপন করেন - নীল আর্মস্ট্রং (মার্কিন নভোচারী)।
- টেষ্ট টিউব শিশুর জনক কে - স্যার রবার্ট এডওয়ার্ডস।
- জ্যামিতির জনক কে - ইউক্লিড।
- ভিডিও গেইমের জনক কে - নোলান বুশনেইল (যুক্তরাষ্ট্র)।
- পৃথিবীর শতকরা কত ভাগ পানি - শতকরা ৭৫ ভাগ।
- বাংলাদেশে প্রথম টেলিভিশন চালু হয় কত সালে - ১৯৬৪ সালে।
পৃথিবীর বিখ্যাত আবিস্কার ও আবিস্কারক
আবিস্কার
|
আবিস্কারক
|
দেশ
|
সাল
|
রেডিও
|
মার্কনী
|
ইতালী
|
১৮৯৬
|
টেলিফোন
|
গ্রাহামবেল
|
যুক্তরাষ্ট্র
|
১৮৭৬
|
টেলিগ্রাফ
|
মোর্স
|
যুক্তরাষ্ট্র
|
১৮৩২
|
উড়োজাহাজ
|
রাইটব্রাদার্স
|
যুক্তরাষ্ট্র
|
১৯০৩
|
বৈদ্যুতিক
পাখা
|
হুয়েলার
|
যুক্তরাষ্ট্র
|
১৮৯৭
|
ক্যামেরা
|
ইস্টম্যান
|
যুক্তরাষ্ট্র
|
১৮৮৮
|
ডিনামাইট
|
আলফ্রেড
নোবেল
|
সুইডেন
|
১৯৬৬
|
অক্সিজেন
|
প্রিস্টলি
|
যুক্তরাজ্য
|
১৭৭৬
|
মটর সাইকেল
|
ডেইলমার
|
জার্মানী
|
১৮৮৫
|
কম্পিউটার
|
চার্লস
ব্যাবেজ
|
১৮৩৪
|
|
পারমানবিক
বোমা
|
রবাট
ওপেন হেমার
|
সোভিয়েত
|
|
টেলিভিশন
|
জন এল
বেয়ার্ড
|
যুক্তরাষ্ট্র
|
১৮৭৭
|
ইন্টারনেট
|
ভিনটন
জি কাফ
|
No comments:
Post a Comment