Job Preparation in Bangladesh entire blog post is now available in BOOK & E-BOOK form. Please go to the contact us page and order now. !!! Book Price–350tk and E-book Price-100tk !!!

Science Knowledge

বিজ্ঞান বিষয়ক
  • শূণ্য মাধ্যমে শব্দের বেগ কত - শূণ্য।
  • একজন মানুষ কি অবস্থায় পৃথিবীকে সবচেয়ে কম চাপ দেয় - দাঁড়ানো।
  • কোন বর্ণের আলোর প্রতিসরণ বা বিচ্যুতি সবচাইতে বেশি - বেগুনী।
  • কোন রঙের বস্তুর তাপ শোষন ক্ষমতা বেশি - কালো।
  • কোন রঙের বস্তুর তাপ শোষন ক্ষমতা কম - সাদা।
  • বিদ্যুত প্রবাহের একক কি - এ্যাম্পেয়ার।
  • সময় নির্ণায়ক যন্ত্রের নাম কি - ক্রনমিটার।
  • বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি - ব্যারোমিটার।
  • তাপমাত্রা নির্নয়ের যন্ত্র কোনটি - থার্মোমিটার।
  • ভূমিকম্প নির্নয়ের যন্ত্র কোনটি - সাইমোগ্রাফ।
  • গাড়ীর গতি মাপার যন্ত্র কোনটি - স্পীডো মিটার।
  • বিদ্যুৎ পরিবাহকের রোধের একক কি - ওহম।
  • বৈদ্যুতিম ক্ষমতার একক কি - ওয়াট।
  • কাজের একক কি - জুল / সেকেন্ড।
  • যখন পৃথিবী ও সূর্যের মধ্যে চাঁদ আবস্থান করে তখন তাকে কি বলে -সূর্য গ্রহন।
  • একটি বায়ুশূন্য স্থানে একটি পালক ও একটি লোহার বল একত্রে ছেড়ে দিলে কি হবে - উভয়টি একসাথে পড়বে।
  • সমুদ্র বায়ু প্রবল বেগে প্রবাহিত হয় কখন - অপরাহ্নে।
  • আগ্নেয়গিরির জ্বালামুখ দিয়ে নির্গত গলিত পদার্থকে কি বলা হয় - লাভা।
  • পৃথিবীর পরিধি কত - ৩৬০ ডিগ্রি।
  • পৃথিবী হতে সূর্যের গড় দূরত্ব - ১৫ কোটি কিলোমিটার।
  • সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি - বৃহস্পতি।
  • ভূত্বকের গভিরতা কত - প্রায় ১৬ কিলোমিটার।
  • ক্লোরোফিল ছাড়া কি সম্পন্ন হয় না - সালোকসংশ্লেষণ।
  • শৈবালের বৈশিষ্ঠ্য কি - এরা স্ব ভোজী।
  • কত তাপমাত্রায় পানির ঘনত্ব বেড়ে যায় - ৪ ডিগ্রি সেন্টিগ্রেড।
  • পৃথিবী ঘূর্ণনের ফলে আমরা ছিটকে পড়ি না কেন - মধ্যাকর্ষণ বলের জন্য।
  • রক্তে হিমোগ্লোবিনের কাজ কি - অক্সিজেন পরিবহন করা।
  • প্রেসার কুকারে পানির স্ফুটনাংক কেমন - বেশী হয়।
  • আকাশ নীল দেখায় কেন - নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশী বলে।
  • পূর্ণাঙ্গ ব্যক্তির ফুসফুসের বায়ু ধারণ ক্ষমত কত - ৬ লিটার।
  • সিস্টোলিক চাপ বলতে কি বুঝায় - হৃদপিন্ডে সংকোচন চাপ।
  • লোহিত কণিকার আয়ুষ্কাল কত - ১২০ দিন।
  • পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি - শুক্র।
  • সূর্যের নিকটতম প্রহ কোনটি - বুধ।
  • পৃথিবীর চারিদিকে চাঁদের একবার ঘুরতে কত সময় লাগে - ২৮ দিন।
  • পৃথিবীর নিজ অক্ষে আবর্তনের দিক কোনটি - পশ্চিম হতে পূর্ব দিকে।
  • সমুদ্র স্রোতের অন্যতম কারণ কি - বায়ু প্রবাহের প্রভাব।
  • উত্তর গোলার্ধ সূর্যের নিকটতম স্থানে অবস্থান করে কখন - ২১শে জুন।
  • আকুপাংচার কি - চীন দেশের প্রাচীন চিকিৎসা পদ্ধতি।
  • একটি নীল কাঁচকে উত্তপ্ত করলে এর থেকে কি বের হবে - হলুদ রং।
  • বাতাসের উষ্ণতা বাড়লে শব্দের গতির কি পরিবর্তন হয় - বাড়ে।
  • পানিকে বরফে পরিণত করলে আয়তন কি হয় - বাড়ে।
  • সূর্যে শক্তি উৎপন্ন হয় কিভাবে- পরমাণুর ফিউশন পদ্ধতিতে।
  • মেঘাচ্ছন্ন আকাশে রাত অপেক্ষাকৃত গরম হওয়ার কারন কি - মেঘ মাটি থেকে বায়ুতে তাপ বিকিরণে বাধা দেয়।
  • ভারত মহাসাগরের আকৃতি কেমন - বৃহদাকার ত্রিভুজের মত।
  • ধলেশ্বরী নদীর শাখা নদী কোনটি - বুড়িগঙ্গা।
  • সূর্য অপেক্ষা পৃথিবীর উপর চন্দ্রের আকর্ষণ শক্তি কেমন - প্রায় দ্বিগুন।
  • কাচ তৈরির প্রধান কাঁচামাল কি - বালি।
  • ধানের বাদামী রোগের কারন কি - ছত্রাক।
  • দুধ দাঁতের সংখ্যা কতটি - ২০ টি।
  • মানুষের রক্তে কত ধরনের রক্ত কনিকা থাকে - ৩ প্রকার।
  • তাপে কোন ভিটামিন নষ্ট হয় - ভিটামিন সি।
  • হাঁড় ও দাঁতকে মজবুত করে কোন ভিটামিন - ফসফরাস।
  • মানুষ কোন পর্বের অন্তরভূক্ত - কর্ডাটা।
  • ব্যাঙের হৃদপিন্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে - তিনটি ।
  • চামড়ার স্তর কয়টি - ২ টি যথাঃ ১.উপ চর্ম, ২.অন্তঃ চর্ম।
  • মানুষের ক্রোমোজমের সংখ্যা কত - ২৩ জোড়া।
  • ভূত্বকে কোন উপাদান সবচেয়ে কম থাকে - সোডিয়াম।
  • ভূপৃষ্ঠে কোন ধাতু সবচে বেশি আছে - অ্যালুমিনিয়াম।
  • ব্যাঙের ছাতা কোন শ্রেনীর উদ্ভিদ - ছত্রাক।
  • কোনটি ভূকম্পন পরিমাপের যন্ত্র - সিসমোগ্রাফ।
  • বটের বীজের বিস্তার ঘটে কিসের সাহায্যে - পাখি।
  • নাইট্রোজেন থেকে কোন সার তৈরি করা হয় - ইউরিয়া।
  • পানিতে অক্সিজেন ও হাউড্রোজেনের অনুপতি কত – ১:২।
  • কুকুরের মুখে দাঁতের সংখ্যা কত - ৪৪ টি।
  • কোন ভিটামিন ক্ষতস্থান হতে রক্তপড়া বন্ধ করতে সাহায্য করে - ভিটামিন কে।
  • কোন প্রাণীর তিনটি হৃদপিন্ড আছে - ক্যাটল ফিশ।
  • কোন প্রানীকে ডেভিল মাছ বলে - অক্টোপাস।
  • নাইট্রোজেনের প্রধান উৎস কি - বায়ুমন্ডল।
  • সমুদ্রের গভীরতা কিভাবে নির্নয় করা হয় - প্রতিধ্বনির মাধ্যমে সমুদ্রের গভীরতা নির্নয় করা হয়।
  • জীবানু বিদ্যার জনক কে তিনি কোন দেশের অধিবাসি - লুইপাস্তুর (ফ্রান্স)।
  • ডিপথেরিয়া জীবানু আবিস্কার করেন কে তিনি কোন দেশের অধিবাসি - সিসমিক (যুক্তরাষ্ট্র)।
  • জলাতংক রোগ আবিস্কার করেন কে তিনি কোন দেশের অধিবাসি - লুইপাস্তুর (ফ্রান্স)।
  • ডিপথেরিয়া রোগের প্রতিষেধক আবিস্কার করেন কে তিনি কোন দেশের অধিবাসি - ভন ভেইরিং (জাপান)।
  • পেশিতে পানির পরিমান শতকরা কত - ৭৫ ভাগ।
  • মানুষের কঙ্কালে কয়খানা হাড় ও অস্থি আছে - ২০৬ খানা।
  • কঙ্কালের সবচেয়ে বড় অস্থিটির নাম কি - ফিমার।
  • কত দিনে সৌর বছর ধরা হয় - ৩৬৫ দিনে।
  • কত দিনে চন্দ্র মাস ধরা হয় - ২৯ দিনে।
  • কোন গতির জন্য দিনও রাত হয় - আহ্নিক গতি।
  • চন্দ্র পৃষ্ঠে কে প্রথম পর্দাপন করেন - নীল আর্মস্ট্রং (মার্কিন নভোচারী)।
  • টেষ্ট টিউব শিশুর জনক কে - স্যার রবার্ট এডওয়ার্ডস।
  • জ্যামিতির জনক কে - ইউক্লিড।
  • ভিডিও গেইমের জনক কে - নোলান বুশনেইল (যুক্তরাষ্ট্র) ।
  • পৃথিবীর শতকরা কত ভাগ পানি - শতকরা ৭৫ ভাগ।
  • বাংলাদেশে প্রথম টেলিভিশন চালু হয় কত সালে - ১৯৬৪ সালে।
পৃথিবীর বিখ্যাত আবিস্কার ও আবিস্কারক
আবিস্কার
আবিস্কারক
দেশ
সাল
রেডিও
মার্কনী
ইতালী
১৮৯৬
টেলিফোন
গ্রাহামবেল
যুক্তরাষ্ট্র
১৮৭৬
টেলিগ্রাফ
মোর্স
যুক্তরাষ্ট্র
১৮৩২
উড়োজাহাজ
রাইটব্রাদার্স
যুক্তরাষ্ট্র
১৯০৩
বৈদ্যুতিক পাখা
হুয়েলার
যুক্তরাষ্ট্র
১৮৯৭
ক্যামেরা
ইস্টম্যান
যুক্তরাষ্ট্র
১৮৮৮
ডিনামাইট
আলফ্রেড নোবেল
সুইডেন
১৯৬৬
অক্সিজেন
প্রিস্টলি
যুক্তরাজ্য
১৭৭৬
মটর সাইকেল
ডেইলমার
জার্মানী
১৮৮৫
কম্পিউটার
চার্লস ব্যাবেজ

১৮৩৪
পারমানবিক বোমা
রবাট ওপেন হেমার
সোভিয়েত

টেলিভিশন
জন এল বেয়ার্ড
যুক্তরাষ্ট্র
১৮৭৭
ইন্টারনেট
ভিনটন জি কাফ


No comments:

Post a Comment