Job Preparation in Bangladesh entire blog post is now available in BOOK & E-BOOK form. Please go to the contact us page and order now. !!! Book Price–350tk and E-book Price-100tk !!!

History of Bangladesh

ইতিহাস বিষয়ক
  • লালবাগ কেল্লা স্থাপন করেন কে - শায়েস্তা খান।
  • লালবাগ কেল্লার নির্মান কাজ সর্ব প্রথম শুরু করেন কে - যুবরাজ মোহাম্মদ আযম।
  • বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন- মুর্শিদকুলি খাঁ।
  • মুঘল সম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে - জহির উদ্দীন মুহম্মদ বাবর।
  • বাবর কোন দেশের অধিবাসী ছিলেন - আফগানিস্তান।
  • কে লাল বাগের পরিবিবির সমাধীসৌধ তৈরি করেন - শায়েস্তা খান।
  • কার আমলে লালবাগের শাহী মসজিদ নির্মিত হয় - যুবরাজ মুহাম্মদ আযম।
  • দিল্লীর লালকেল্লা কে নির্মান করেন - সম্রাট শাহজাহান।
  • কে বাংলার নাম দেয় জান্নাতাবাদ - মুঘল সম্রাট হুমায়ূন।
  • সর্বশেষ মুঘল সম্রাটের নাম কি - বাহাদুরশাহ্।
  • বাংলার শেষ নবাবের নাম কি - নীজাম উদ্দৌলা।
  • বঙ্গভঙ্গ কে করেন - লর্ড কার্জন।
  • কে লাহর প্রস্তাব উত্থাপন করেন - এ কে ফজলুল হক।
  • বিবি পরি কে ছিলেন - শায়েস্তা খানের কন্যা।
  • কোন মুঘল সুবেদার চট্টগ্রাম দখল করে এর নাম রাখেন ইসলামাবাদ - শায়েস্তা খান।
  • বাংলা বর্ষ পঞ্জির প্রবর্তন করেন কে এবং কত খৃষ্টাব্দে -সম্রাট আকবর ১৫৮৪ খৃষ্টাব্দে।
  • কত সালে মুঘল শাসন শুরু হয় - ১৫২৬ সালে।
  • বাংলা প্রথম স্বাধীন সিংহাসনে আরোহন করে কত সালে - ১৭১৭ সালে।
  • শিল্প বিপ্লব কখন কোথায় শুরু হয় - ১৭৬২ সালে ইউরোপে।
  • পানি পথের সর্বশেষ যুদ্ধ হয় কত সালে - ১৭৬১ সালে।
  • প্রথম বিশ্ব যুদ্ধ শুরু হয় কত সালে - ১৯১৪ সালে শেষ হয় ১৯১৮ সালে।
  • নীল বিদ্রোহ হয় কত সালে - ১৮৬০ সালে।
  • পলাশীর যুদ্ধ সংঘটিত হয় কত সালে - ১৭৫৭ সালে।
  • কত সালে লালবাগ কেল্লা তৈরি করা হয় - ১৬৭৮ সালে।
  • কত সালে মুঘল শাসন শুরু হয় - ১৫২৬ সালে ।
  • ১৬১০ সালে কে ঢাকায় রাজধানী স্থাপনা করেন - সুবেদার ইসলাম খান।

No comments:

Post a Comment