সাহিত্য এবং সাহিত্যিক
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর প্রকৃত নাম কি - ঈশ্বরচন্দ্র শর্মা।
- কাজী নজরুলের ইসলামের উপাধি কি - বিদ্রোহী কবি।
- বাংলা সাহিত্যে ১ম বিরাম চিহ্ন স্থাপন করেন কে - ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
- বাংলার বাঘ বলা হয় কাকে - নেতার্জী সুভাষ চন্দ্র বসুকে।
- শকুন্তলা গ্রন্থের রচিতা কে - ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
- রবীন্দ্রনাথের ১ম প্রকাশিত কাব্য কোনটি - বনফুল।
- রবীন্দ্রনাথের শেষ গ্রন্থ্য কি - শেষ লেখা।
- গীতাঞ্জলি কাব্যগ্রন্থের রচিতা কে - রবীন্দ্রনাথ ঠাকুর।
- শেষের কবিতা উপন্যাসের রচিতা কে - রবীন্দ্রনাথ ঠাকুর।
- অগ্নিবীণা ও দোলন চাপা কাব্যগ্রন্থের রচিতা কে - কাজী নজরুল ইসলাম।
- মৃত্যুক্ষুধা উপন্যাসের উপন্যাসের রচিতা কে - কাজী নজরুল ইসলাম।
- বিষের বাঁশি কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা - কাব্য।
- বাংলা সাহিত্যে তাজমিয়া লিখেছেন কে - মীর মোশাররফ হোসেন।
- বিষাদ সিন্ধু উপন্যাসের রচিতা কে - মীর মোশাররফ হোসেন।
- বাংলা সাহিত্যে ভোরের পাখি লিখেছেন কে - বিহারী লাল।
- ন্যায়দন্ড উপন্যাসটি কে রচনা করেন - জরাসন্ধ।
- নীল দর্পন গ্রন্থের রচিয়তা - দীন বন্ধু মিত্র।
- কবর নাটকের রচিতা কে - মুনীর চৌধুরী।
- কপাল কুন্ডলা ও বিষবৃক্ষ উপন্যাসের রচিতা কে - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
- কাকে সাহিত্য সম্রাট বলা হয় – বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
- মেঘনাদ বধ মহাকাব্যের রচিতা কে - মাইকেল মধুসূদন দত্ত।
- মহাশ্নাশান মহাকাব্যের রচিতা কে - কায়কোবাদ।
- বাংলাদেশের বৃহত্তম উপন্যাসের নাম কি এটি কে রচনা করেছেন – পদ্না -মেঘনা-যমুনাঃ রচিয়তা আবু জাফর শামসুদ্দিন (প্রধান চরিত্রে মামুন)।
- শেক্সপীয়ার কোন দেশের শ্রেষ্ট কবি ও নাট্যকার ছিলেন - ইংল্যান্ডের।
- আফ্রিকার শেক্সপিয়র বলা হয় কোন সাহিত্যিক কে - চিনুয়া আচেবেকে।
- কাজী নজরুল ইসলাম জন্ম গ্রহন করেন কত সালে - বাংলাঃ ১১ই জৈষ্ঠ্য ১৩০৬ সালে (ইং: ২৫শে মে ১৮৯৯সালে)।
- কাজী নজরুল ইসলাম মৃত্যু বরন করেন কত সালে - বাংলাঃ ১২ই ভাদ্র ১৩৮৩ সালে (ইং: ২৯শে আগষ্ট ১৯৭৬ সালে)।
- রবীন্দ্রনাথ ঠাকুর জন্ম গ্রহন করেন কত সালে - বাংলাঃ ২৫শে বৈশাখ ১২৬৮ সালে (ইং: ০৭মে ১৮৬১ সালে)।
- রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যু বরন করেন কত সালে - বাংলাঃ ২২শে শ্রাবন ১৩৪৮ সালে (ইং: ০৭ই আগষ্ট ১৯৪১ সালে)।
- রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে কোন কাব্যের জন্য নোবেল পুরস্কার পান - ১৯১৩ সালে বনফুল কাব্যের জন্য।
- ২০০৯ সালে সাহিত্যে কে স্বাধীনতা পুরস্কার পান - আব্দুল গাফফার চৌধুরী স্বাধীনতা পুরস্কার পান।
No comments:
Post a Comment