Job Preparation in Bangladesh entire blog post is now available in BOOK & E-BOOK form. Please go to the contact us page and order now. !!! Book Price–350tk and E-book Price-100tk !!!

Summarization In Bangla Grammar

সমাস
  • সমাস শব্দের অর্থ কি - সংক্ষেপ।
  • সমাস ভাষাকে কি করে - সংক্ষেপ করে।
  • তৎপুরুষ সামাসে কোন পদ প্রধান - পর পদ।
  • সমাস ছয় প্রকার যথাঃ 1) দ্বন্দ্ব সমাস,2) কর্মধারয় সমাস,3) তৎপুরুষ সমাস,4) বহুব্রীহি সমাস,5) ‍দ্বিগু সমাস,6) অব্যয়ীভাব সমাস।


  • দ্বন্দ্ব সমাসঃ যে সমাসের সমস্ত পদে পূর্বপদ এবং পরপদ উভয়ের অর্থেরই প্রাধান্য থাকে তাকে দ্বন্দ্ব সমাস বলে।যেমনঃ মাতা ও পিতা=মাতাপিতা, ডাল ও ভাত=ডালভাত, হত ও অহত=হতাহত, ধর্ম ও অধর্মধর্মাধর্ম


  • কর্মধারয় সমাসঃ বিশেষ্য ও বিশেষণ পদ মিলে যে সমাস হয় এবং সমস্ত পদে পরপদের অর্থ প্রাধা্ন্য পায় তাকে কর্মধারয় সমাস বলে।যেমনঃ যিনি রাজা তিনি ঋষি= রাজর্ষি, বিষাদ রূপ সিন্ধু= বিষাদসিন্ধু, লাল যে ফুল=লালফুল।


  • তৎপুরুষ সমাসঃ যে সমাসে পূর্বপদে বিভক্তি লোপ পেয়ে পরপদের অর্থ প্রধান্য লাভ করে তাকে তৎপুরুষ সমাস বলে।যেমনঃ গায়ে ঢাকা= গা-ঢাকা, বিপদকে আপন্ন= বিপদাপন্ন, হাত দিয়ে ছানি = হাতছানি।


  • বহুব্রীহি সমাসঃ যে সমাসে পূর্বপদ বা পরপদ কোনোটির অর্থ  না বুঝিয়ে আলাদা অর্থ বুঝায় তাকে বহুব্রীহি সমাস বলে।যেমনঃ হাতে হাতে যে যুদ্ধ=হাতাহাতি, কানে কানে যে কথা= কানাকানি, নদী মাতা যার=নদীমাতৃক, নেই ঈমান যার= বেঈমান, আশিতে বিষ যার= আশিবিষ।


  • দ্বিগু সমাসঃ যে সমাসে সংখ্যাবাচক শব্দ পূর্বপদ হয়ে সমাহার বা সমষ্টি ‍বুঝায় তাকে দ্বিগু সমাস বলে।যেমনঃ চার রাস্তার সমাহার= চৌরাস্তা, সপ্ত অহের সমাহার= সপ্তাহ, তিন কোণের সমাহার= ত্রিকোণ, তিন তারের সমাহার= সেতার, শত অব্দের সমাহার= শতাব্দী, নব রত্নের সমাহার= নবরত্ন, তিন মাথার সমাহার= তেমাথা, অষ্ট ধাতুর সমাহার= অষ্টধাতু।


  • অব্যয়ীভাব সমাসঃ অব্যয় পদ পূর্বে বসে বিশেষ্য পদের যে সমাস হয় এবং সমস্ত পদে পূর্বপদের অর্থ প্রাধান্য পায় তাকে অব্যয়ীভাব সমাস বলে।যেমনঃ কূলের সমীপে= উপকূল, মরণ পর্যন্ত= আমরণ, দিন দিন= প্রতিদিন, ভাতের অভাব= হাভাত, নদীর সদৃশ= উপনদী, জ্ঞানের যোগ্য= অভিজ্ঞ।

No comments:

Post a Comment