Job Preparation in Bangladesh entire blog post is now available in BOOK & E-BOOK form. Please go to the contact us page and order now. !!! Book Price–350tk and E-book Price-100tk !!!

Case In Bangla Grammar

কারক ও বিভক্তি
কারক ছয় প্রকার যথাঃ ১)কর্তৃকারক ২)কর্মকারক ৩)করণ কারক ৪)সম্প্রদান কারক ৫)অপাদান কারক ৬)অধিকরণ কারক ।

নিচের একটি বাক্যে উল্লেখিত ছয়টি কারকের উপস্থিতি দেখানো হলঃ

করিম সাহেব তার বাড়িতে নিজ হাতে বাক্স হতে ভিখারীদের টাকা দান করছেন }
কে দান করেছন? উত্তরঃ করিম সাহেব; এখানে করিম সাহেব
(কর্তৃ সম্পর্ক) ।
কি দান করেছেন ? উত্তরঃ টাকা; এখানে টাকা (কম© সম্পর্ক
কি দিয়ে দান করেছেন ? উত্তরঃ হাত দিয়ে; এখানে হাত দিয়ে
(করণ সম্পর্ক) ।
কাদের দান করেছন ? উত্তরঃ ভিখারীদের; এখানে ভিখারীদের
(সম্প্রদান সম্পর্ক) ।
কোথা হতে দান করেছেন ? উত্তরঃ বাক্স হতে; এখানে বাক্স হতে (অপাদান সম্পর্ক) ।
কোথায় দান করেছেন ? উত্তরঃ বাড়িতে (অধিকরণ সম্পর্ক) ।
নিম্নে এদের সংঙ্গা দেওয়া হল-

কর্তৃকারক
যে ক্রিয়া সম্পাদন করে বা যার দ্বারা সম্পন্ন হয় তাকে কর্তৃকারক বলে। যেমন- রানা ভাল ছেলে, জুয়েল বই পড়ে।
কর্মকারক
কর্তা যা করে তাকে কর্ম কারক বলে। যেমন-কুরআন পড়তে হবে, ফাহিম রাফিদকে কলমটি দিল।
করণ কারক
কর্তা যা দ্বারা ক্রিয়া সম্পাদন করে তাকে করণ কারক বলে। যেমন-রহমান ছুরি দ্বারা হাত কাটল, মন দিয়ে পড়।
সম্প্রদান কারক
যাকে নিজ স্বত্ব ত্যাগ করে কোনো কিছু দান করা হয় তাকে সম্প্রদান কারক বলে। যেমন-ভিক্ষুককে ভিক্ষা দাও, বস্ত্রহীনকে বস্ত্র দাও।
অপাদার কারক
যা হতে চলিত,ভীত,উৎপন্ন,গৃহীত,রক্ষিত ইত্যাদি দ্বারা বাক্য সম্পাদিত হয় তাকে অপাদান কারক বলে।যেমন- মেঘ হতে বৃষ্টি হয়, তিল হতে তৈল হয়।
অধিকরণ কারক
যে স্থানে যে সময়ে বা বিষয়ে ক্রিয়া সম্পন্ন হয় তাকে অধিকরণ কারক বলে।যেমন- বনে বাঘ থাকে, সকালে সূর্য উঠে, আমি অংকে ভাল।
বিভক্তি
বিভক্তির নাম
বিভক্তির চিহ্ন
উদাহরণ
প্রথমা বা (শূন্য)
রা
আমি দিব্য চক্ষু পেয়েছি।
যুবকরা প্রাণপনে চেষ্টা করে।
দ্বিতীয়া
কে, রে, দের
তোমাকে বাড়ি যেতে হবে।
বস্ত্রহীনদের বস্ত্র দাও।
তৃতীয়া
দ্বারা, দিয়ে/দিয়া, কর্তৃক
সে ঠোঁট দিয়ে শব্দ করে।
রনি কর্তৃক বই পঠিত হয়।
চতুর্থী
কে, রে, দিগের
রহিম বালকরে মেরেছে।
আমি তোমারে দেখে নেব।
পঞ্চর্মী
হতে, থেকে, চেয়ে
তোমার চেয়ে আমি উত্তম।
করিমের থেকে রহিম ভাল।
ষষ্ঠী
রাজের দর্শন মেলে না।
তোমর এ কাজ করা উচিত।
সপ্তমী

এ, তে, য়
পাগলে কি না বলে।
তোমায় দেখলে পাপ হয়।
বিঃদ্রঃ এখানে যে শব্দের নিচে দাগ থাকবে সে শব্দের শেষের অক্ষরটা অথবা শব্দটা দেখে বা উচ্চারন করে বিভক্তি নির্নয় করতে হবে।

No comments:

Post a Comment