কারক ও বিভক্তি
কারক ছয় প্রকার যথাঃ ১)কর্তৃকারক ২)কর্মকারক ৩)করণ কারক ৪)সম্প্রদান কারক ৫)অপাদান কারক ৬)অধিকরণ কারক ।
নিচের একটি বাক্যে উল্লেখিত ছয়টি কারকের উপস্থিতি দেখানো হলঃ
{ করিম সাহেব তার বাড়িতে নিজ হাতে বাক্স হতে ভিখারীদের টাকা দান করছেন }
১
|
কে দান করেছন? উত্তরঃ করিম সাহেব; এখানে করিম সাহেব
(কর্তৃ সম্পর্ক) ।
|
২
|
কি দান করেছেন ? উত্তরঃ টাকা; এখানে টাকা (কম© সম্পর্ক) ।
|
৩
|
কি দিয়ে দান করেছেন ? উত্তরঃ হাত দিয়ে; এখানে হাত দিয়ে
(করণ সম্পর্ক) ।
|
৪
|
কাদের দান করেছন ? উত্তরঃ ভিখারীদের; এখানে ভিখারীদের
(সম্প্রদান সম্পর্ক) ।
|
৫
|
কোথা হতে দান করেছেন ? উত্তরঃ বাক্স হতে; এখানে বাক্স হতে (অপাদান সম্পর্ক) ।
|
৬
|
কোথায় দান করেছেন ? উত্তরঃ বাড়িতে (অধিকরণ সম্পর্ক) ।
|
নিম্নে এদের সংঙ্গা দেওয়া হল-
কর্তৃকারক
|
যে ক্রিয়া সম্পাদন করে বা যার দ্বারা সম্পন্ন হয় তাকে কর্তৃকারক বলে। যেমন- রানা ভাল ছেলে, জুয়েল বই পড়ে।
|
কর্মকারক
|
কর্তা যা করে তাকে কর্ম কারক বলে। যেমন-কুরআন পড়তে হবে, ফাহিম রাফিদকে কলমটি দিল।
|
করণ কারক
|
কর্তা যা দ্বারা ক্রিয়া সম্পাদন করে তাকে করণ কারক বলে। যেমন-রহমান ছুরি দ্বারা হাত কাটল, মন দিয়ে পড়।
|
সম্প্রদান কারক
|
যাকে নিজ স্বত্ব ত্যাগ করে কোনো কিছু দান করা হয় তাকে সম্প্রদান কারক বলে। যেমন-ভিক্ষুককে ভিক্ষা দাও, বস্ত্রহীনকে বস্ত্র দাও।
|
অপাদার কারক
|
যা হতে চলিত,ভীত,উৎপন্ন,গৃহীত,রক্ষিত ইত্যাদি দ্বারা বাক্য সম্পাদিত হয় তাকে অপাদান কারক বলে।যেমন- মেঘ হতে বৃষ্টি হয়, তিল হতে তৈল হয়।
|
অধিকরণ কারক
|
যে স্থানে যে সময়ে বা বিষয়ে ক্রিয়া সম্পন্ন হয় তাকে অধিকরণ কারক বলে।যেমন- বনে বাঘ থাকে, সকালে সূর্য উঠে, আমি অংকে ভাল।
|
বিভক্তি
বিভক্তির নাম
|
বিভক্তির চিহ্ন
|
উদাহরণ
|
প্রথমা বা (শূন্য)
|
রা
|
আমি দিব্য চক্ষু পেয়েছি।
যুবকরা প্রাণপনে চেষ্টা করে।
|
দ্বিতীয়া
|
কে, রে, দের
|
তোমাকে বাড়ি যেতে হবে।
বস্ত্রহীনদের বস্ত্র দাও।
|
তৃতীয়া
|
দ্বারা, দিয়ে/দিয়া, কর্তৃক
|
সে ঠোঁট দিয়ে শব্দ করে।
রনি কর্তৃক বই পঠিত হয়।
|
চতুর্থী
|
কে, রে, দিগের
|
রহিম বালকরে মেরেছে।
আমি তোমারে দেখে নেব।
|
পঞ্চর্মী
|
হতে, থেকে, চেয়ে
|
তোমার চেয়ে আমি উত্তম।
করিমের থেকে রহিম ভাল।
|
ষষ্ঠী
|
র
|
রাজের দর্শন মেলে না।
তোমর এ কাজ করা উচিত।
|
সপ্তমী
|
এ, তে, য়
|
পাগলে কি না বলে।
তোমায় দেখলে পাপ হয়।
|
বিঃদ্রঃ এখানে যে শব্দের নিচে দাগ থাকবে সে শব্দের শেষের অক্ষরটা অথবা শব্দটা দেখে বা উচ্চারন করে বিভক্তি নির্নয় করতে হবে।
No comments:
Post a Comment