একার্থক শব্দ বা প্রতিশব্দ
- অগ্নি – আগুন, অনল, হুতাশন, সর্বশুচি, সর্বভূক।
- আনন্দ – খুশি, সুখ, হর্ষ, আমোদ, উল্লাস।
- ইচ্ছা – সাধ, বাসনা, কামনা, অভিপ্রায়, অভিলাষ।
- ঊষা – ভোর, সকাল, প্রভাত, প্রাতঃকাল, প্রত্যূষ।
- কিরণ – আলো, কর, প্রভা, রশ্মি, জ্যোতি।
- গৃহ – ঘর, আলয়, ভবন, সদন, নিকেতন,বাড়ী।
- ঘোড়া – অশ্ব, ঘোটক, বাজী, তুরগ, তুরঙ্গম।
- চন্দ্র – চাঁদ, শশী, শশক, শশধর, সুধাকর।
- জল – পানি, নীর, জীবন, বারি, সলিল,পয়ঃ,অম্বু,উদক, অপৃ, অন্ত, তোয়া।
- বন – জঙ্গল, কানন, অরণ্য, গহন, অটবী।
- বাতাস – বায়ূ, হাওয়া, পবন, অনিল, সমীর।
- মেঘ – দেয়া, জলধর, নীরদ, বারি, অভ্র।
- রাজা – নৃপতি, ভূপাল, নরপতি, ভূপতি, দন্ডধর।
- সূর্য - দিবাকর, অরুণ, দিনমণি, ভানু, তপন।
- হস্ত – হাত, কর, বাহু, ভুজ, পাণি।
- পাহাড় - পর্বত, গিরি, শৈল, আর্দ্র, ভূধর, অচল, মহীধর,শৃঙ্গধর, মহেন্দ্র, অচল, অদ্রি, নড়।
- কাক – বায়স, পরভৃৎ, বলিভুক, কাণুক, বৃক, ক্রূররব।
- কন্যা – মেয়ে, নন্দিনী, তনয়া, দুহিতা, আত্মজা, দুলালী, পুত্রী, কুমারী, কনে, স্বজা।
- চুল – কেশ, চিকুর, কুন্তল, অলক, কেশপাশ, কেশদাম।
- চক্ষু – চোখ, আঁখি, অক্ষি,নয়ন, নেত্র, লোচন, দৃক, দৃস্টি, ঈক্ষণ,দর্শনেন্দ্রীয়।
- দেহ – গা, গাত্র, অঙ্গ, তনু, কায়া, শরীর, কলেবর, কায়।
- পুত্র – চেলে, তনয়, নন্দন, দুত, দুলাল, আন্মজ, সূনু, অঙ্গজ।
- রাত্রি – নিশি, নিশা, রাত, রজনী, যামিনী, শর্বরী, বিভাবরী, নিশীথিনী, ক্ষণদা, ত্রিযামা।
- সাপ - সর্প, অহি, ভুজগ, ভুজঙ্গ, ভুজঙ্গম, নাগ, ফণী, ফণাধর, আশীবিষ, বিষধর, বায়ূভূক্।
- সমুদ্র – সাগর, সিন্ধু, বারিধি, জলধি, অর্ণব, পারাপার, রত্নাকর, জলনিধি, নীলাম্বু, অম্বুধি, পয়োধি।
- স্বর্গ - সুরলোক, দ্যু, দ্যুলোক, ত্রিদশালয়, বেহেশত, অমরাবতী, দিব্যলোক, জান্নাত, ইন্দ্রালয়।
- স্বর্ণ - সোনা, কনক, কাঞ্চন, হিরণ্য, সুবর্ণ, হেম, হিরণ।
- সূর্য - দিবাকর, প্রভাকর, রবি, তপন, সবিতা, দিনমণি, দিননাথ, কিরণমালী, ভানূ, আদিত্য, অরুণ।
- হাতি – হস্তী, করী, গজ, নাগ, দন্তী, দ্বিপ, বারণ, মাতঙ্গ, কুঞ্জর, দ্বিরদ।
No comments:
Post a Comment