সন্ধি বিচ্ছেদ
- সন্ধি কত প্রকার - ৩ প্রকার যথাঃ ১.স্বরসন্ধি, ২.ব্যঞ্জনসন্ধি, ৩.বিসর্গসন্ধি।
- সন্ধি অর্থ কি - মিলন।
- সন্ধি শব্দকে কি করে - সহজ করে।
নিম্নে কতগুলো সন্ধি বিচ্ছেদ দেখালো হলোঃ
অন্য+অন্য = অন্যান্য
|
অপর+অপর= অপরাপর
|
বধূ+উৎসব = বধূৎসব
|
নব+অন্ন = নবান্ন
|
স্ব+অধীন = স্বাধীন
|
দিব+লোক = দ্যুলোক
|
ভিক্ষা+অন্ন = ভিক্ষান্ন
|
যথা+অর্থ = যথার্থ
|
মহী+ঈশ = মহীশ
|
মহা+অর্ঘ =মহার্ঘ
|
মহা+আশয় = মহাশয়
|
লঘু+ঊর্মি = লঘূর্মি
|
অতি+ইত = অতীত
|
রবি+ইন্দ্র = রবীন্দ্র
|
সতী+ঈশ = সতীশ
|
প্রতি+ঈক্ষা = প্রতীক্ষা
|
ক্ষিতি+ঈশ = ক্ষিতীশ
|
কটু+উক্তি = কটূক্তি
|
স্ব+ইচ্ছা = স্বেচ্ছা
|
নর+ঈশ = নরেশ
|
পরম+ঈশ্বর = পরেমশ্বর
|
মহা+ইন্দ্র = মন্দ্রেহ
|
উমা+ঈশ = উমেশ
|
হিত+উপদেশ = হিতোপদেশ
|
পর+উপকার = পরোপকার
|
সূর্য+উদয় = সূর্যোদয়
|
ফল+উদয় = ফলোদয়
|
নব+ঊড়া = নবোঢ়া
|
এক+ঊন = একোন
|
পর্বত+ঊর্ধ্ব = পর্বতোর্ধ্ব
|
গৃহ+ঊর্ধ্ব = গৃহোর্ধ্ব
|
মহা+উদয় = মহোদয়
|
যথা + উচিত = যথোচিত
|
মহা+ঊর্মি = মহোর্মি
|
গঙ্গা+ঊর্মি = গঙ্গোর্মি
|
জন+এক = জনৈক
|
হিত+এষী = হিতৈষী
|
এক+এক = একৈক
|
মত+ঐক্য = মতৈক্য
|
রাজ+ঐশ্বর্য = রাজৈশ্বর্য
|
সদা+এব = সদৈব
|
তথা+এব = তথৈব
|
সপ্ত+ঋষি = সপ্তর্ষি
|
দেব+ঋষি = দেবর্ষি
|
রাজা+ঋষি = রাজর্ষি
|
শীত+ঋত = শীতার্ত
|
ক্ষুধা+ঋত = ক্ষুধার্ত
|
নে+অন = নয়ন
|
নৈ+অক = নায়ক
|
পো+অন = পবন
|
লো+অন = লবণ
|
গো+এষণা = গবেষণা
|
গো+আদি = গবাদি
|
পৌ+অক = পাবক
|
নৌ+ইক = নাবিক
|
ভৌ+উক = ভাবুক
|
অতি+অন্ত = অত্যন্ত
|
প্রতি+এক = প্রত্যেক
|
ইতি+আদি = ইত্যাদি
|
সু+অল্প = স্বল্প
|
সু+আগত = স্বাগত
|
অনু+এষণ = অন্বেষণ
|
সু+অচ্ছ = স্বচ্ছ
|
পর+পর = পরস্পর
|
বন+পতি = বনস্পতি
|
গো+পদ = গোস্পদ
|
ষট+দশ = ষোড়শ
|
পোয়া+উনে = পৌনে
|
প্র+ঊঢ় = প্রৌঢ়
|
এক+দশ = একাদশ
|
তৎ+কর = তস্কর
|
আ+চর্য =আশ্চর্য
|
বাক+ঈশ = বাগীশ
|
ষট+যন্ত্র = ষড়যন্ত্র
|
ষট+আনন = ষড়ানন
|
ষট+ঋতু = ষড়ঋতু
|
চলৎ+চিত্র = চলচ্চিত্র
|
উৎ+চারণ = উচ্চারণ
|
তদ+ছবি = তচ্ছবি
|
উৎ+জ্বল = উজ্জ্বল
|
কুৎ+ঝটিকা = কুজ্ঝটিকা
|
বি+ছেদ = বিচ্ছেদ
|
বি+ছিন্ন = বিছিন্ন
|
এক+ছত্র =একচ্ছত্র
|
উৎ+শ্বাস = উচ্ছ্বাস
|
চলৎ+শক্তি = চলচ্ছক্তি
|
বৃষ+তি = বৃষ্টি
|
নষ+ত = নষ্ট
|
ষষ+থ = ষষ্ঠ
|
নিষ+থা = নিষ্ঠা
|
সম্+বাদ = সংবাদ
|
কিম্+বা = কিংবা
|
সম্+ঘ = সংঘ
|
সম্+যোগ = সংযোগ
|
নিঃ+ঠুর = নিষ্ঠুর
|
পরিঃ+কার = পরিষ্কার
|
পুরঃ+কার = পুরস্কার
|
নিঃফল = নিষ্ফল
|
অহঃ+অহ = অহরহ
|
শিরঃ+ছেদ = শিরচ্ছেদ
|
দুঃ+আত্না = দুরাত্না
|
নিঃ+আপদ = নিরাপদ
|
অতঃ+এব = অতএক
|
নিঃ+অবধি = নিরবধি
|
প্রাতঃ+আশ = প্রাতরাশ
|
যশঃ+ইচ্ছা = যশেচ্ছা
|
বয়ঃ+অধিক= বয়োধিক
|
অন্তঃ+আত্না = অন্তরাত্না
|
পুনঃ+অধিকার=পুনরাধিকার
|
পুনঃ+আগত= পুনরাগত
|
জ্যোতিঃ+ইন্দ্র= জ্যোতিরিন্দ্র
|
বিঃদ্রঃ যদি শব্দের শেষে শ/ক্ষ থাকলে তার পরিবর্তে – ঈ হবে এবং ঢ়/( © ) থাকলে – ঊ হবে।
No comments:
Post a Comment