বাক্য সংকোচন
- অক্ষির অগোচর – পরোক্ষ।
- অক্ষির সম্মুখে – প্রত্যক্ষ।
- উপকারীর উপকার স্বীকার করে যে – কৃতজ্ঞ।
- যা পূর্বে বা কখনো শোনা যায় নি - অশ্রুতপূর্ব।
- যা হতে পারে – সম্ভব।
- গা পূর্বে ছিল - ভূতপূর্ব।
- যা পূর্বে ঘটে নি - অঘটনপূর্ব।
- যা মর্মকে স্পর্শ করে - মর্মস্পর্শী।
- যা করা উচিত - কর্তব্য।
- যা সহজে পাওয়া যায় না – দুষ্প্রাপ্য।
- পান করার ইচ্ছা – পিপাসা।
- ভিক্ষার অভাব – দুর্ভিক্ষ।
- বাধা মানে না যে – অবাধ্য।
- বিনা পয়সার – মুফৎ।
- পা থেকে মাথা পর্যন্ত – আপাদমস্তক।
- যে নারী প্রিয় কথা বলে – প্রিয়ংবদা।
- দিনের প্রথম ভাগ – পূর্বাহ্ণ।
- দিনের মধ্যভাগ – মধ্যাহ্ন।
- দিনের শেষভাগ – অপরাহ্ন।
- একই গুরুর শিষ্য - সতীর্থ।
- একই মায়ের সন্তান – সহোদর।
- ভবিষ্যতে যা ঘটবে – ভবিতব্য।
- ঘোড়ার ডাক – হ্রেষা।
- পাখির কলরব – কূজন।
- ময়ূরের ডাক – কেকা।
- কোকিলের ডাক – কুহু।
- ভ্রমরের ডাক – গুঞ্জন।
- আপনার রং বা বর্ণ লুকায় যে - বর্নচোরা।
- আদি হতে অন্ত পর্যন্ত – আদ্যন্ত।
- উড়ে যাচ্ছে যা – উড়ন্ত।
- উপকারীর অপকার করে যে – কৃতঘ্ন।
- যা জয় করা কঠিন - দুর্জয়।
- যে গাছ অন্য গাছের উপর জন্মে – পরগাছা।
- যে অন্য দিকে মন দেয় না – অনন্যমনা।
- চৈত্র মাসের ফসল – চৈতালী।
- হেমন্ত কালে জন্মে যা – হৈমন্তিক।
- নিজের ইচ্ছায় – স্বেচ্ছায়।
- বয়সে বড় যে – জ্যেষ্ঠ।
- বয়সে ছোট যে – কনিষ্ঠ।
- যা বলা হয়েছে – উক্ত।
- জয় করার ইচ্ছা – জয়েচ্ছা।
- বিদেশে থাকে যে – প্রবাসী।
- মৃতের মত অবস্থা – মুমূর্ষু।
- ইতিহাস জানেন যিনি – ইতিহাসবেত্তা।
- যিনি ইতিহাস লিখেন – ঐতিহাসিক।
- ন্যায় যুদ্ধে নিহত যে – শহীদ।
- অন্যপক্ষ – বিপক্ষ।
- পথ ভুলেছে যে – পথভোলা।
- অবিরাম চেষ্টা – অধ্যবসায়।
- যার অন্ন নেই – নিরন্ন।
- বন্যায় ভেসে যেছে এমন – প্লাবিত।
- কাজ করে সাফল্য অর্জন করা – কৃতিত্ব।
- যিনি শিল্প চর্চা করে – শিল্পী।
- যা সিদ্ধ হয় নি – আতপ।
- জানার আগ্রহ – কৌতূহল।
- যে ভূমিতে ফসল জন্মায় না এক কথায় কি হবে - ঊষর।
- যে বস্তি থেকে উৎখাত হয়েছে - উদ্বাস্তু।
No comments:
Post a Comment