Job Preparation in Bangladesh entire blog post is now available in BOOK & E-BOOK form. Please go to the contact us page and order now. !!! Book Price–350tk and E-book Price-100tk !!!

Number In English Grammar

Number(বচন)
Singular number কে plural Number – এ পরিবর্তন করার নিয়মঃ
  • সাধারনত Singular Number এর সাথে ‘S’ যোগ করে Plural করা হয়।যেমনঃ

Singular
Plural
Singular
Plural
Boy (বালক)
Boys
Book (বই)
Books
Girl (বালিকা)
Girls
Table (টেবিল)
Tables
Brother (ভাই)
Brothers
Bed (বিছানা)
Beds

  • যেসব Noun এর শেষে S, Sh, Ch (চ - এর মতো উচ্চারণ) এবং X ও Z থাকে তাদের শেষে es যোগ করে Plural করতে হয়। যেমনঃ

Singular
Plural
Singular
Plural
Class (শ্রেণী)
Classes
Bench (বেঞ্চ)
Benches
Bus (বাস)
Buses
Fez (তুর্কী টুপি)
Fezzes
Fish (মাছ)
Fishes
Dish (থালা)
Dishes

  • কোনো শব্দের শেষে ‘Ch’ এর উচ্চারন যদি (ক) - এর মতো হয়, তবে তার শেষে শুধু S যোগ করে Plural করতে হয় । যেমনঃ

Singular
Plural
Singular
Plural
Stomach(পাকস্থলী)
Stomachs
Monarch (রাজা)
Monarchs

  • যদি শব্দের শেষে y এবং y - এর ঠিক আগে Consonant থাকে তবে তার Plural করতে হলে y – এর স্থলে i বসাতে হবে এবং এর সাথে es যোগ করতে হয়। যেমনঃ

Singular
Plural
Singular
Plural
Body (শরীর)
Bodies
Story (গল্প)
Stories
Baby (শিশু)
Babies
Fly (মাছি)
Flies
City (শহর)
Cities
Lady (মহিলা)
Ladies
Duty (কর্তব্য)
Duties
Enemy (শত্রু)
Enemies

  • Y এর পূর্ববর্তী অক্ষর অর্থাৎ a, e, i, o, u – এর যেকোন একটি হলে শব্দের শেষে শুধু S যোগ করে Plural করা হয় । যেমনঃ

Singular
Plural
Singular
Plural
Key (চাবি)
Keys
Boy (বালক)
Boys
Toy (খেলনা)
Toys
Day (দিন)
Days
Monkey (বানর)
Monkeys
Way (পথ)
Ways

  • শব্দের শেষে f বা fe থাকলে Plural করতে f বা fe – এর স্থানে V হবে এবং এর সাথে es যুক্ত হবে। যেমনঃ

Singular
Plural
Singular
Plural
Half (অর্ধাংশ)
Halves
Wife (স্ত্রী)
Wives
Life (জীবন)
Lives
Thief (চোর)
Thieves
Calf (বাছুর)
Calves
Self (নিজ)
Leaves
Leaf (পাতা)
Leaves
Knife (ছুরি)
Knives

  • শব্দের শেষে O এবং O এর পূর্বে Consonant থাকলে es যোগ করে Plural করতে হয়। যেমনঃ

Singular
Plural
Singular
Plural
Hero (বীর)
Heroes
Potato (গোলআলু)
Potatoes
Mango (আম)
Mangoes
Cargo (মালটানা)
Cargoes
কিন্তু O এর পূর্বে Vowel থাকলে S যোগ করে Plural করতে হয়। যেমনঃ
Singular
Plural
Bamboo (বাঁশ)
Bamboos
Cuckoo (কোকিল)
Cuckoos

  • কতগুলো Singular Number - এর মধ্যস্থিত Vowel পরিবর্তন করে Plural করতে হয়। যেমনঃ

Singular
Plural
Singular
Plural
Man (মানুষ)
Men
Woman (স্ত্রীলোক)
Women
Foot (পদতল)
Feet
Goose (রাজহংসী)
Geese
Tooth (দাঁত)
Teeth
Mouse (ইঁদুর)
Mice

  • কতগুলো Singular Noun - এর শেষে en যোগ করে Plural করতে হয়। যেমনঃ

Singular
Plural
Child (শিশু)
Children
Ox (ষাঁড়)
Oxen
  • সংযুক্ত শব্দের (Compound Word) প্রধান অংশের সাথে S যোগ করে Plural করতে হয়। যেমনঃ

Singular
Plural
Brother-in-law (শ্যালক)
Brothers-in-law
Daughter-in-law (পুত্রবধূ)
Daughter-in-law
Son-in-law (জামাতা)
Sons-in-law
Father-in-law (শ্বশুর)
Fathers-in-law

  • কতগুলো Compound word এর উভয় পদেরই Plural হয়। যেমনঃ

Singular
Plural
Man Servant (চাকর)
Men servants
Woman Servant (চাকরারী)
Women Servants
Governor general (বড়লাট)
Governors generals

  • কতগুলো শব্দের Singular Number - এ এক অর্থ এবং Plural Number - এ ভিন্ন অর্থ হয়। যেমনঃ

Singular
Plural
Wood (কাঠ)
Woods (জঙ্গল বা বন)
Iron (লোহা)
Irons (বেড়ী বা শৃঙ্খল)
Good (ভালো)
Goods (মালামাল)

  • কোন কোন Noun - এ Singular এবং Plural - এ কোন পরিবর্তন হয় না। যেমনঃ

Singular
Plural
Sheep (ভেড়া)
Sheep
Dozen (ডজন)
Dozen
Deer (হরিণ)
Deer
Poetry (কবিতা)
Poetry

  • Pronoun - এর Plural Number নিম্নরূপঃ

Singular
Plural
Singular
Plural
I (আমি)
We
It (ইহা)
They
Me (আমাকে)
Us
His (তার)
Their
My (আমার)
Our, Ours
Her (তার)
They, Theirs
You (তুমি)
You
Him (তাকে)
Them
Your (তোমার)
Your
It (একে)
Them
He (সে)
They
This (এটা)
These
She (সে স্ত্রী)
They
That (ঐ)
Those

  • নিচের শব্দগুলো সব সময় Plural রূপে ব্যবহৃত হয়ঃ

Vegetable (শাকসব্জি)
Scissors (কাঁচি)
Assets (সম্পত্তি)
Alms (ভিক্ষা)
Riches (ধন সম্পদ)
Thanks (ধন্যবাদ)

No comments:

Post a Comment