বাংলা ব্যাকরণ
- ব্যাকরণ অর্থ কি - সংবিধান।
- কৌশলে কার্য উদ্ধার কোনটির অর্থ - ধরি মাছ না ছুঁই পানি।
- একাদশে বৃহস্পতি এর অর্থ কি - সৌভাগ্যের বিষয়।
- বাংলা ভাষার মূল উপাদান কি - ধ্বনি।
- ধ্বনি কত প্রকার - ২ প্রকার।
- কত গুলো বর্ণ পাশাপাশি সাজালে কি হয় - ধ্বনি হয়।
- কোন পদের বিভক্তি হয় না - অব্যয় পদের বিভক্তি হয় না।
- শব্দের মূলকে কি বলে - প্রকৃতি বলে।
- বাংলা ভাষার আদি উৎস কি - মাগধী প্রকৃতি।
- স্বরবর্ণের সংক্ষিপ্ত রুপকে কি বলে - কার বলে।
- খাঁটি বাংলা শব্দ কাকে বলে - তদ্ভব শব্দকে খাঁটি বাংলা শব্দ বলে।
- বাংলা ভাষার উৎপত্তি কবে - সপ্তম শতাব্দিতে।
- বাংলা ভাষার আনুমানিক বয়স কত - প্রায় দেড় হাজার বছর।
- বাংলা লিপির উৎস কি - বাম্মী লিপি।
- চর্যা পদের আদি নির্দেশক কে - লুইপা।
- চর্যা পদের আনুমানিক বয়স কত -প্রায় এক হাজার বছর।
- বাংলা সাহিত্যের প্রাচিন তম শাখা কি - কাব্য।
- বাংলা সাহিত্যের সর্বাধিক সহজ ধারাগীত কি - কবিতা।
- বাংলা ভাষার উৎপত্তি কোন প্রকৃত থেকে - মাগধী প্রকৃত থেকে।
- বাক্যের কয়টি গুন থাকে কি কি - তিনটি গুন থাকে যথাঃ আকাংখা, আসক্তি, যোগ্যতা।
- ভাষা ভাষি জনসংখ্যার দিক থেকে বাংলা ভাষার স্থান কত - ৪র্থ।
- বিশেষ্য পদ কাকে বলে - যে পদ দিয়ে কোন কিছুর নাম বুঝানো হয় তাকে বিশেষ্য পদ বলে।
- বাংলা ভাষায় খাঁটি বাংলা উপসগ কতটি - ২১টি।
- বাংলা ভাষায় বিদেশী উপসর্গ কতটি - ১৮ টি।
- বাংলা ভাষায় তৎসম উপসর্গ কতটি - ২০টি।
- বাংলা ভাষায় কতটি স্বরবর্ণ আছে - ১১ টি।
- বাংলা ভাষায় কতটি ব্যঞ্জনবর্ণ আছে - ৩৯ টি।
- বাংলা ভাষায় মোট কতট বর্ণ আছে - ৫০ টি।
- বাংলা ভাষায় মাত্রা ছাড়া বর্ণ কতটি - ১০ টি।
- বাংলা ভাষায় অর্ধ মাত্রা বর্ণ কতটি - ৮টি।
- বাংলা ভাষায় পূর্ণ মাত্রা বর্ণ কতটি - ৩২ টি।
- বাংলা ভাষায় কার এর সংখ্যা কতট - ১০ টি।
- বাংলা ভাষায় ফলা কতটি - ৭ টি।
- বর্ণ কত প্রকার - ২ প্রকার।
- কথা বলার জন্য কোন অঙ্গটি বেশি প্রয়োজন - ওষ্ঠ অঙ্গটি।
- যুগ্ন বর্ণ কাকে বলে - বিভিন্ন বর্ণ যুক্ত হলে তাকে যুগ্ন বর্ণ বলে।
- বাক্যে যার সম্পর্কে বলা হয় তাকে কি বলে - উদ্দেশ্য বলে।
- পদ কাকে বলে - বাক্যে ব্যবহিত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে পদ বলে।
- চর্যা পদের কোন পদটি খন্ডিত আকারে পাওয়া গেছে - ১০ নং পদ।
- করন শব্দের অর্থ কি - দ্বারা।
- যতই পড়িবে ততই শিখিবে - The more you read the more you will learn.
- বাজেট সম্পর্কে লোক কি বলেছেন - What do the people say about the budget.
- ঈদ এক মাস বাকী - It is one month to Eid.
- বাংলাদেশ উন্নয়নশীল দেশ - Bangladesh is a progressing country.
- দশটা বাজতে ১৫ মিনিট বাকী - It is fifteen minutes to ten.
- টাকায় টাকা হয় - Money be gets money.
- দীনে দয়া কর - Be kind on the poor.
- যে যত পায় সে তত চায় - The more he gets the more he wants.
- এখন ১০ টা বেজে ১৫ মিনিট - It is ten past fifteen minutes.
- আপনে বাঁচলে বাপের নাম - To preservation is the first low of nature.
- চাচা আপন প্রান বাঁচা - Every man is for himself.
- ফলেতে পরিচয় - A tree is known by its fruits.
- বিপদ কখনো একা আসে না - Misfortune never come alone.
- শুধু কথায় পেট ভরে না - Wishes never fill the bag.
- পেলেনা তাই খেলেনা - The grapes are sour.
- গায়ে মানেনা আপনী মোড়ল - A fool of others to himself a sage.
- ডাক্তার আসিবার পূর্বে রোগিটি মারা গেল - The patient had died before the doctor came.
- ডাক্তার আসিবার পর রোগিটি মারা গেল - The patient had died after the doctor had come.
- পানির কোন রং নেই - Water has no colour of its own.
- একজন সবাইকে খুশি করতে পারে না - One cannot please everyone.
- যত বেশি তত খুশি - The more the merrier.
- গরীব সর্বদাই অত্যাচারিত হয় - poor are always punish by the rich man.
- তার বাবা একজন সৎ কর্মচারী - His father is an honest officer.
- সূর্য পূর্ব দিকে উঠে - The Sun rise in the East.
No comments:
Post a Comment