Article (পদাশ্রিত নির্দেশক)
A, An & The এর ব্যবহারঃ
১ নং নিয়ম - A এর ব্যবহারঃ
- সাধারনত Word এর প্রথম অক্ষর Consonant থাকলে তাদের পূর্বে ‘a’ বসে। যেমনঃ A man, A boy, A cat.
- যদি Word এর প্রথম অক্ষর Vowel হয় এবং তাদের উচ্চারন যদি ইউ বা ‘Yu’ - এর মতো হয় তাহলে সে Word এর পূর্বে ‘A’ বসবে। যেমনঃ A ewe, A European, A university.
- Word এর প্রথম অক্ষর ‘O’ থাকলে এবং এই ‘O’ এর উচ্চারন যদি ‘ওয়া ’ - এর মতো হয় তাহলে সে Word এর পূর্বে ‘A’ বসবে। যেমনঃ A one, A one-take note.
২ নং নিয়ম - An এর ব্যবহারঃ
- যদি Word এর প্রথম অক্ষর Vowel অর্থাৎ ( a , e ,i ,o ,u ) থাকে তাদের পূর্বে ‘An’ বসবে। যেমনঃ An egg, An apple.
- যদি Word এর প্রথম অক্ষর Consonant হয়েও যদি Vowel – এর মতো উচ্চারন হয় তাহলে তাদের পূর্বে An বসে। যেমনঃ An M.A, An M.S.C, An M.P. An honest, An hour.
৩ নং নিয়ম - The এর ব্যবহারঃ ছড়া আকারে দেখানো হলঃ
সাগর নদী দ্বীপ কুঞ্জ
জাহাজ আর গিরি পুঞ্জ
জাতি ধর্ম ধর্মগ্রন্থ
কোট সিনেট আর সংবাদ পত্র
দিন তারিখ ও মাসের নাম
যত আছে বিখ্যাত নাম
চন্দ্র সূর্য গ্রহ তারা
যত আছে বিশ্ব ধারা
সবার আগে The বসবে।
যেমনঃ The Himalayas, The Padma, The Pacific Ocean , The Titanic, The Bangladeshi, The Quraish, The Awami League, The Islam, The holy Quran, The holy Bible, The sup rime coat .The Ittefaq, The 28th October, The Sun day, The kazi Nazrul Islam, The Sun, The Moon, The Sky, The Earth, The U.S.A, The East.
No comments:
Post a Comment